Thank you for trying Sticky AMP!!

পরীক্ষার খাতায় ভুল কমাতে লেখা শেষে রিভিশন দাও

এইচএসসি পরীক্ষা ২০২৩ : অধ্যক্ষের পরামর্শ

পরীক্ষার মাঝে উৎসাহ খুঁজে নাও

এখলাস উদ্দিন খান

প্রিয় পরীক্ষার্থী, এ সময়টিতে তোমরা প্রতিটি বিষয়ের নির্ধারিত অধ্যায়গুলো মনোযোগ দিয়ে রিভিশন দিবে। প্রতিটি বিষয়ের প্রশ্ন বহুনির্বাচনি ও রচনামূলক অংশে বিভক্ত রয়েছে। তাই বুঝেশুনে উত্তরগুলো পড়বে। তাই ভালো করে প্রতিদিন প্রতিটি বিষয় ধারাবাহিকভাবে রিভিশন দেবে।

পরীক্ষা কেমন হবে তা নিয়ে কোনো ধরনের ভয় পাবে না, দুশ্চিন্তাও করবে না। মনে আত্মবিশ্বাস রেখো, দেখবে পরীক্ষাটা ভালো হবে।

সারা দিন শুধু পড়াশোনা করবে না। মাঝেমধ্যে বিশ্রাম নেবে। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমাবে। প্রয়োজনে শিক্ষক ও মা-বাবার সঙ্গে কথা বলবে।

প্রতিটি পরীক্ষার আগে বেশি রাত জেগে পড়াশোনা করবে না।

পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথমে  ভালো করে প্রশ্নটি পড়বে। সব প্রশ্নের উত্তর লেখা শেষ করে পুরো খাতাটি রিভিশন দিতে ভুলবে না।

কারণ, রিভিশন দিলে চোখ এড়িয়ে যাওয়া ভুলগুলো খুব সহজেই তোমরা ঠিক করে নিতে পারবে।

Also Read: বাকি পরীক্ষাগুলোতে বেশি মনোযোগ দাও