চিত্রে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা ১৮০ মিটার এবং এর ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করা যায়।
ক. সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল যৌক্তিক ব্যাখ্যাসহ একাধিক পদ্ধতিতে নির্ণয় করো।
খ. দেখাও যে, সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল = ত্রিভুজ ক্ষেত্র ∆ABD এর দ্বিগুণ
সমাধান: ক.
ABCD সামান্তরিকের কর্ণ BD এবং DF ⊥ AB.
আবার, AB = CD = (২ × ক) = মিটার
= ২ক মিটার
∴ BC = AD = ক
DF = ৫ মিটার
সামান্তরিকটির পরিসীমা = ২ (২ক+ক) মিটার দেওয়া আছে, সামান্তরিকটির পরিসীমা ১৮০ মিটার
প্রশ্নমতে,
২ (২ক+ক) = ১৮০
বা, ২ × ৩ক = ১৮০
বা, ৬ক = ১৮০
বা, ক = ১৮০ _ ৬
∴ ক = ৩০
∴ AD = BC = ৩০ মিটার
এবং AB = CD = ২ক মিটার
= ২ × ৩০ মিটার
= ৬০ মিটার
১ম পদ্ধতি:
ABCD সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= AB × DF
= (৬০ × ৫) বর্গমিটার
= ৩০০ বর্গমিটার।
২য় পদ্ধতি:
আবার, যেকোনো ত্রিভুজের ক্ষেত্রফল
= ১ _ ২ × ভূমি × উচ্চতা
∴∆ABD এর ক্ষেত্রফল = ১ _ ২ × AB × DF
= ১ _ ২ × ৬০ × ৫ বর্গমিটার
= ১৫০ বর্গমিটার
সামান্তরিকটির কর্ণ BD, সামান্তরিকটিকে দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে।
∴∆ABD এর ক্ষেত্রফল = ∆BDC এর ক্ষেত্রফল
= ১৫০ বর্গমিটার
এখন ABCD সামান্তরিকের ক্ষেত্রফল =
∆ABD এর ক্ষেত্রফল + ∆BDC এর ক্ষেত্রফল
= (১৫০ + ১৫০) বর্গমিটার।
= ৩০০ বর্গমিটার।
খ.
ABCD সামান্তরিকের কর্ণ BD সামান্তরিকটিকে দুইটি সমান ত্রিভুজ তথা ∆ABD ও ∆BCD তে বিভক্ত করেছে।
∴ ত্রিভুজ ক্ষেত্র ABD = ত্রিভুজ ক্ষেত্র BDC
এখন, ABCD সামান্তরিকের ক্ষেত্রফল
= ত্রিভুজ ক্ষেত্র ABD + ত্রিভুজ ক্ষেত্র BDC
= ত্রিভুজ ক্ষেত্র ABD + ত্রিভুজ ক্ষেত্র ABD
= ২ × ত্রিভুজ ক্ষেত্র ABD
∴ সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল = ত্রিভুজ ক্ষেত্র ABD এর দ্বিগুণ।
প্রশ্ন: একটি ঘরের মেঝে ২৬ মিটার লম্বা ও ২০ মিটার চওড়া। ৪ মি. লম্বা ও ২.৫ মি. চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম ৪৫ টাকা হলে, মোট খরচ কত হবে?
সমাধান:
ঘরটির মেঝে লম্বায় ২৬ মিটার
ও চওড়ায় ২০ মিটার
∴ ঘরটির মেঝের ক্ষেত্রফল
= (২৬ × ২০) বর্গমিটার
= ৫২০ বর্গমিটার।
আবার,
একটি মাদুর লম্বায় ৪ মিটার
এবং চওড়ায় ২.৫ মিটার
∴ মাদুরটির ক্ষেত্রফল = (৪ × ২.৫) বর্গমিটার
= ১০ বর্গমিটার।
∴ সম্পূর্ণ মেঝেটি ঢাকতে প্রয়োজনীয় মাদুরের সংখ্যা
= ৫২০
১০ টি
= ৫২টি
∴ ৫২টি মাদুর দিয়ে সম্পূর্ণ মেঝেটি ঢাকা যাবে।
আবার,
১টি মাদুরের দাম ৪৫ টাকা
∴ ৫২টি ” ” ৪৫ × ৫২ টাকা
= ২৩৪০ টাকা
∴ মোট খরচ হবে ২৩৪০ টাকা।
রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা