Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৫১. তেজস্ক্রিয় পদার্থ হলো—

i. ইউরেনিয়াম

ii. সিজিয়াম

iii. থোরিয়ান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. পানির তাপমাত্রা বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ—

i. কমে যায়

ii. বেড়ে যায়

iii. একই থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. পানির একটি বিশেষ ধর্ম হলো এটি—

i. জৈব যৌগকে দ্রবীভূত করে

ii. অজৈব যৌগকে দ্রবীভূত করে

iii. সব পদার্থকে দ্রবীভূত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. বিশুদ্ধ পানি—

i. গন্ধহীন

ii. স্বাদহীন

iii. বর্ণহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. ইলিশ মাছ ডিম পাড়ে কোন পানিতে?

ক. লবণাক্ত খ. মিঠা

গ. ক্ষারীয় ঘ. অ্যাসিডীয়

Also Read: নবম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

৫৬. পানি বিশুদ্ধকরণের জন্য আমরা যে জীবাণুনাশক ব্যবহার করি তার মধ্যে অন্যতম কোনটি?

ক. ক্লোরিন খ. ফ্লোরিন

গ. আয়োডিন ঘ. সালফার

৫৭. ওষুধ তৈরির জন্য যে বিশুদ্ধ পানির প্রয়োজন হয়, সেটি আমরা কোন পদ্ধতিতে পেয়ে থাকি?

ক. পাতন খ. ক্লোরিনেশন

গ. পরিস্রাবণ ঘ. স্কুটন

৫৮. জাপানের ফুকুশিমা শহরে কবে তেজস্ক্রিয় দুর্ঘটনা হয়েছিল?

ক. ২০১১ সালের ১১ মার্চ

খ. ২০১২ সালের ৫ মে

ক. ২০১৪ সালের ১১ মার্চ

খ. ২০১৬ সালের ৫ মে

৫৯. বৈশ্বিক উষ্ণতার ফলে বাংলাদেশে গ্রীষ্মকালে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা কত পর্যন্ত ওঠে?

ক. ৪০ ডিগ্রি সে. খ. ৪২ ডিগ্রি সে.

গ. ৪৭ ডিগ্রি সে. ঘ. ৫৭ ডিগ্রি সে.

৬০. ভারতের সঙ্গে গঙ্গা পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য কত সালে চুক্তি হয়?

ক. ১৯৭৫ খ. ১৯৭৭

গ. ১৯৯৬ ঘ. ১৯৯৮

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১.ঘ ৫২.ক ৫৩.ক ৫৪.ঘ ৫৫.খ ৫৬.ক ৫৭.ক ৫৮.ক ৫৯.গ ৬০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: নবম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)