Thank you for trying Sticky AMP!!

পঞ্চম শ্রেণি - বাংলা | শব্দার্থ - ফেব্রুয়ারির গান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ফেব্রুয়ারির গান

প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখোঃ

মুগ্ধ, ঊর্মি, ঊর্মিমালা, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, স্বর্ণলতা, প্রতিধ্বনি।

উত্তরঃ

প্রদত্ত শব্দ--------অর্থ

মুগ্ধ--------বিমোহিত, আনন্দিত

ঊর্মি --------নদী ও সাগরের ঢেউ

ঊর্মিমালা--------ঢেউসমূহ, ঢেউগুলো

স্রোতস্বিনী--------নদী

সমুদ্দুর--------সমুদ্র, সাগর

বাহার--------সৌন্দর্য

স্বর্ণলতা--------সোনালি রঙের বুনোলতা

প্রতিধ্বনি--------বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা