Thank you for trying Sticky AMP!!

পঞ্চম শ্রেণি - বাংলা | সুন্দরবনের প্রাণী - প্রশ্নোত্তর (৫-৬)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সুন্দরবনের প্রাণী

৫. প্রশ্ন: পশুপাখি ও জীবজন্তু না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়?

উত্তর: পশুপাখি ও জীবজন্তু যেকোনো দেশের জন্যই এক অমূল্য সম্পদ। প্রাকৃতিক পরিবেশে এরা মিলেমিশে থাকে। পশুপাখি ও জীবজন্তু না থাকলে প্রকৃতির নানা বিপর্যয় ঘটবে। বন্যা, খরা, ঝড় ইত্যাদির কবলে পড়ে মানুষজনসহ সব প্রাণিকুল ও বৃক্ষলতা বিপর্যস্ত হয়ে পড়বে। তাই এদের ধ্বংস করতে নেই। এদের যত্ন ও সংরক্ষণে আমাদের সচেতন হতে হবে।

Also Read: পঞ্চম শ্রেণি - বাংলা | সুন্দরবনের প্রাণী - প্রশ্নোত্তর (৩-৪)

৬. প্রশ্ন: ক্যাঙারু কোথায় দেখা যায়?

উত্তর: প্রাণিজগতের এক বিচিত্র প্রাণী হলো ক্যাঙারু। একমাত্র অস্ট্রেলিয়াতেই এই প্রাণীটি দেখা যায়। এদের চারটি পা। পেছনের দুই পা বড় আর সামনের দুই পা ছোট। এ জন্য অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো ক্যাঙারু হাঁটাচলা করতে পারে না। পেছনের দুই পায়ে ভর দিয়ে এরা লাফিয়ে লাফিয়ে চলে। বুকের নিচে একটা থলিতে এরা তাদের বাচ্চা রাখে। এই বিচিত্র প্রাণী ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হয়।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: পঞ্চম শ্রেণি - বাংলা | সুন্দরবনের প্রাণী - খালি জায়গায় পূরণ