১১. দ্বিস্বরধ্বনির প্রতীক দুটি কী কী?
ক. এ এবং ঐ খ. ও এবং ঔ
গ. ই এবং ঈ ঘ. ঐ এবং ঔ
১২. উচ্চারণের সময় জিহ্বার অবস্থানের দিক থেকে ‘আ’ কোন ধরনের স্বরধ্বনি?
ক. সম্মুখ খ. মধ্য
গ. পশ্চাৎ ঘ. উচ্চ–মধ্য
১৩. উচ্চারণের সময়ে জিহ্বার ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত?
ক. ৪ ভাগে খ. ৫ ভাগে
গ. ৬ ভাগে ঘ. ৭ ভাগে
১৪. উচ্চ স্বরধ্বনি উচ্চারণে জিহ্বা কোথায় থাকে?
ক. নিচে নামে খ. মধ্যে থাকে
গ. উচ্চ–মধ্য থাকে ঘ. ওপরে ওঠে
১৫. নিম্ন স্বরধ্বনি উচ্চারণে জিহ্বা কোন অবস্থানে থাকে?
ক. উচ্চ–মধ্যে খ. মধ্যে
গ. নিচে ঘ. ওপরে
১৬. উচ্চারণে জিহ্বার উচ্চতা অনুসারে কোনটি নিম্ন স্বরধ্বনি?
ক. অ খ. আ
গ. ই ঘ. ঈ
সঠিক উত্তর
পরিচ্ছেদ ৬: ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.ঘ ১৫.গ ১৬.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা