Thank you for trying Sticky AMP!!

অর্থনীতি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

১. যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করেন তাকে কী বলে?

ক. উদ্যোক্তা খ. ম্যানেজার

গ. পরিচালক ঘ. মালিক

২. উৎপাদনের সামগ্রিক কাজ তদারকি করেন কে?

ক. সংগঠক খ. মালিক

গ. ব্যবস্থাপক ঘ. ম্যানেজার

৩. অর্থনীতিতে উৎপাদন করতে গিয়ে সৃষ্ট উপযোগের কী থাকতে হবে?

ক. ব্যবহারিক মূল্য খ. বিনিময় মূল্য

গ. অন্তর্নিহিত মূল্য ঘ. প্রকৃত মূল্য

৪. ‘উৎপাদন’ কথাটির সঙ্গে নিচের কোনটি অধিক উপযোগী?

ক. বিনিময় মূল্য খ. নতুন দ্রব্য

গ. উপযোগ সৃষ্টি ঘ. প্রাথমিক দ্রব্য

৫. অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?

ক. চাহিদা খ. ভোগ

গ. উপযোগ ঘ. উৎপাদন

৬. কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়?

ক. দ্রব্য স্থানান্তর করে

খ. বস্তুর আকৃতি পরিবর্তন করে

গ. নতুনভাবে দ্রব্য সৃষ্টি করে

ঘ. মালিকানা পরিবর্তন করে

৭. প্রাকৃতিক গ্যাস উত্তোলনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়, তাকে কোন ধরনের উপযোগ বলা হয়?

ক. সময়গত উপযোগ খ. স্থানগত উপযোগ

গ. সেবাগত উপযোগ ঘ. মালিকানা উপযোগ

Also Read: বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

৮. সময়ের ব্যবধানের ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয়, তাকে কী বলে?

ক. রূপগত উপযোগ খ. স্থানগত উপযোগ

গ. সময়গত উপযোগ ঘ. কালগত উপযোগ

৯. পরিবহনব্যবস্থা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক. রূপগত খ. সেবাগত

গ. স্থানগত ঘ. সময়গত

১০. শিক্ষকের শিক্ষাদান কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক. রূপগত উপযোগ খ. স্থানগত উপযোগ

গ. কালগত উপযোগ ঘ. সেবাগত উপযোগ

১১. একটি দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ব্যক্তিমালিকানায় হস্তান্তর করা হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হবে?

ক. সময়গত খ. স্থানগত

গ. সেবাগত ঘ. মালিকানাগত

১২. কাউকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলে কোন উপযোগের সৃষ্টি হয়?

ক. রূপগত খ. কালগত

গ. সেবাগত ঘ. মালিকানাগত

১৩. অর্থনীতিতে উৎপাদন হয়—

i. আটা থেকে রুটি তৈরি করলে

ii. বাড়িতে শখে বাগান করলে

iii. একটি মোবাইল সেট মেরামত করলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. কোনো দ্রব্যের উপযোগ বাড়ার কারণ হলো–

i. দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর

ii. দ্রব্যের অনিশ্চিত মালিকানা থেকে নিশ্চিত মালিকানা লাভ

iii. দ্রব্যের অধিক জোগান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.ক ৩.খ ৪.গ ৫.ঘ ৬.খ ৭.খ ৮.গ ৯.খ ১০.ঘ ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.ক

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বাংলাদেশ ও বিশ্বপরিচয় - এসএসসি ২০২৪