Thank you for trying Sticky AMP!!

ব্যবসায় উদ্যোগ - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১. ‘ব্যবসায় উদ্যোগ’ ধারণাটির জনক বলা হয় কাকে?

ক. হেনরি ফোর্ড খ. রিচার্ড ক্যান্টিলন

গ. কর্নেল স্যান্ডার্স ঘ. অ্যানেল আকার

২. উদ্যোগ কাকে বলে?

ক. কোনো কাজের কর্মপ্রচেষ্টা

খ. ব্যবসা

গ. স্বকর্ম

ঘ. বাজারজাতকরণ

৩. শিল্পপ্রতিষ্ঠানের মালিকদেরকে কী বলা হয়?

ক. মালিক খ. পরিচালক

গ. উদ্যোক্তা ঘ. ব্যবস্থাপক

৪. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সব খাতেরই উন্নয়ন সম্ভব?

ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ

গ. শিল্পোদ্যোগ ঘ. শিল্পোদ্যোক্তা

৫. সাধারণ অর্থে যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?

ক. শখ খ. শিল্প

গ. ব্যবসায় ঘ. উদ্যোগ

Also Read: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

৬. ব্যবসায় উদ্যোগের ফলাফল কোনটি?

ক. ব্যবসায় প্রতিষ্ঠান

খ. ব্যবসায়িক ধারণা

গ. সম্পদ সর্বাধিকরণ

ঘ. সম্পদ হ্রাসকরণ

৭. ব্যবসায় উদ্যোক্তার গুণ কোনটি?

ক. আত্মবিশ্বাস

খ. বিত্তবান

গ. সম্মান

ঘ. উচ্চশিক্ষা

৮. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটির উন্নয়ন ঘটানো যায়?

ক. চাকরি খ. সমাজসেবা

গ. মানবসম্পদ ঘ. সরকারি সম্পদ

৯. যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে—

i. ব্যবসায় উদ্যোগ

ii. উদ্যোক্তা

iii. শ্রমিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?

ক. প্রাথমিক মূলধন

খ. সঠিক পণ্য নির্বাচন

গ. পণ্যের চাহিদা নির্ধারণ

ঘ. সঠিক কর্মী নির্বাচন

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.খ ২.ক ৩.গ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.গ ৯.ক ১০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি