Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (২১ - ৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

২১. কোনটি গ্যাসীয় পদার্থ?

ক. CuO খ. H2O

গ. HN3 ঘ. KCI

২২. লোহার গুঁড়া ও তুঁতের দ্রবণের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়?

ক. আয়রন সালফাইড

খ. কপার অক্সাইড

গ. সালফার ডাই–অক্সাইড

ঘ. ফেরাস সালফেট

২৩. তুঁতের রাসায়নিক সংকেত কী?

ক. CuSO4. 5H2O

খ. CuSO4. 2H2O

গ. CuSO4

ঘ. Na2SO4

২৪. কোন বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয়?

ক. বিয়োজন খ. প্রতিস্থাপন

গ. দহন ঘ. সংযোজন

২৫. বিশ্লেষণ বিক্রিয়া কোনটির সঙ্গে সম্পৃক্ত?

ক. সংযোজন খ. সংশ্লেষণ

গ. প্রশমন ঘ. বিয়োজন

Also Read: অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (১ - ১০)

২৬. একজন ডুবুরি নিচের কোন যৌগটির বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পায়?

ক. CaCO3 খ. CuCO3

গ. KCIO3 ঘ. NH4CI

২৭. কোনটি থেকে একজন ডুবুরি তার অক্সিজেনের সরবরাহ পায়?

ক. KCIO3 খ. CuO3

গ. CaCO3 ঘ. NH2CI

২৮. মোমের দহনে সঞ্চিত রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক. স্থিতি শক্তি খ. শব্দ

গ. আলো ঘ. বিভব শক্তি

২৯. মোম প্রজ্বালনে কোন শক্তির পরিবর্তন ঘটে?

ক. তাপ খ. আলো

গ. শব্দ ঘ. রাসায়নিক শক্তি

৩০. ক্যালসিয়াম অ্যাসিটেটের রাসায়নিক সংকেত কোনটি?

ক. CH3COOH খ. Ca (CH3COO)2

গ. HCI ঘ. C6H8O7

সঠিক উত্তর

অধ্যায় ৮: ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.ক ২৫.ঘ ২৬.গ ২৭.ক ২৮.গ ২৯.ঘ ৩০.খ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: অষ্টম শ্রেণি – ইংরেজি | Punctuation Marks (46-48)