Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মাসি-পিসি

১৮. আহ্লাদি কান পেতে রাখে কেন?

ক. মাসির ইশারায়

খ. কৈলাশের কথা শুনতে

গ. জগুর কথা মনে পড়ায়

ঘ. পিসির কথা শুনতে

১৯. মাসি-পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কী?

ক. অর্থ উপার্জন

খ. দুজনই আশ্রিত

গ. একসঙ্গে ব্যবসা করে

ঘ. আহ্লাদির দায়িত্ব পড়ায়

২০. কৈলাশের প্রতিবাদের অন্তরালে মূলত কী লুকিয়ে আছে?

ক. ভন্ডামি খ. শঠতা

গ. মিথ্যাচার ঘ. সরলতা

২১. মাসি-পিসি আহ্লাদিকে শ্বশুরবাড়ি পাঠাতে চায় না। কারণ—

i. সন্তানবাৎসল্যে

ii. নির্যাতনের ভয়ে

iii. আহ্লাদি যেতে চায় না বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. কৈলাশ বাহকের মাথায় কী চাপাতে ব্যস্ত ছিল?

ক. খড় খ. ধান

গ. বাঁশ ঘ. ঘাস

Also Read: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

২৩. জগুর বউয়ের নাম কী?

ক. বিপুলা খ. আহ্লাদি

গ. রাধিকা ঘ. সবিতা

২৪. কানাইয়ের সঙ্গে গোকুলের কতজন পেয়াদা এসেছে?

ক. দুজন খ. তিনজন

গ. চারজন ঘ. পাঁচজন

২৫. বেমক্কা শব্দের অর্থ হিসেবে নিচের যেটি গ্রহণীয়—

i. স্থানবহির্ভূত

ii. অসংগত

iii. অসম্ভব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

মাসি-পিসি: ১৮.খ ১৯.ঘ ২০.গ ২১.ঘ ২২.ক ২৩.খ ২৪.খ ২৫.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Also Read: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪