Thank you for trying Sticky AMP!!

বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অবাক জলপান

৪. প্রশ্ন: মনে করো, এই পথিকের সঙ্গে তুমি কথা বলছ। তোমাদের দুজনের কথোপকথন কেমন হতে পারে তা তোমার নিজের ভাষায় লেখো।

উত্তর: ‘অবাক জলপান’ নাটিকার পথিকের সঙ্গে আমার যে রকম কথোপকথন হতে পারত তা নিচে লেখা হলো:

পথিক: এই যে খোকা, ভীষণ তেষ্টা পেয়েছে। একটু জলের ব্যবস্থা করে দিতে পার?

আমি: জ্বী, অবশ্যই, ওই যে আমার বাড়ি। আপনি চলুন আমার সঙ্গে। জলপান করে আসবেন।

পথিক: তোমাকে অনেক ধন্যবাদ। চলো যাওয়া যাক।

Also Read: বাংলা - পঞ্চম শ্রেণি

৫. প্রশ্ন: পথিককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিল? নামগুলো লেখো।

উত্তর: ঝুড়িওয়ালার সংলাপে যদিও কোন জলের উল্লেখ নেই। কিন্তু বৃদ্ধের প্রশ্নের জবাবে পথিক জানিয়েছিল, ঝুড়িওয়ালা তাকে পাঁচ রকম জলের কথা শুনিয়েছিল এই পাঁচ রকম জলের নাম হলো কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল ও মামা বাড়ির জল।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: বাংলা - পঞ্চম শ্রেণি