Thank you for trying Sticky AMP!!

পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ - প্রশ্নোত্তর (৬-৮)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৬. প্রশ্ন: ইতিহাসের কোন সময় ‘কোম্পানির শাসন’ নামে পরিচিত এবং কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?

উত্তর: ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। ইতিহাসে যা ‘কোম্পানির শাসন’ নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।

Also Read: পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ - শূন্যস্থান পূরণ করো (১১-১৯)

৭. প্রশ্ন: ব্রিটিশদের ‘ভাগ করো শাসন করো’ নীতির ফলে কী হয়েছিল?

উত্তর: ব্রিটিশদের ‘ভাগ করো শাসন করো’ নীতির ফলে এ দেশের মানুষদের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।

৮. প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কী?

উত্তর: ব্রিটিশ শাসনামলে অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০) হয়েছিল, ‘যা ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

Also Read: পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ - শূন্যস্থান পূরণ করো (১-১0)