Thank you for trying Sticky AMP!!

প্রশ্ন বাছাই করবে বুঝে শুনে

এসএসসি পরীক্ষা ২০২৩ - প্রধান শিক্ষকের পরামর্শ

তোমরা খুব ভালোভাবে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এবারও সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন বাছাই করবে খুব সতর্কতার সঙ্গে, বুঝে শুনে। সৃজনশীল প্রশ্নের সব অংশ ভালোভাবে উত্তর দিতে পারবে কি না, তা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেবে।

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে, যাতে কোনোরূপ ভুল না হয়। বহুনির্বাচনি অংশে ভালো করতে হলে পাঠ্যবই মনোযোগসহকারে পড়তে হবে। তাই বুঝে উত্তর করতে হবে।

তোমরা প্রতিটি বিষয়ের নির্ধারিত অধ্যায়গুলোর বিষয়বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখবে। পরীক্ষার খাতায় কোনোরূপ ওভার রাইটিং করবে না। কোনো লেখা ভুল হলে এক টানে কেটে দেবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠার বৃত্ত ভরাটের ক্ষেত্রে সাবধান থাকবে। বৃত্ত ভরাটের সময় তাড়াহুড়ো করবে না। এতে ভুল হতে পারে। বাকি কটা দিন পাঠ্যবই ভালো করে পড়বে।

রহিমা আক্তার, প্রধান শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা