Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ৩ |পদার্থবিজ্ঞান - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৩১. সাম্য বল ক্রিয়াশীল—

i. জাহাজ পানিতে ভাসার সময়

ii. একটি বস্তু ওপর থেকে নিচে পড়ার সময়

iii. কোনো ব্যক্তির চেয়ারে বসে থাকার সময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে, এর ভরবেগের পরিবর্তন কীরূপ হবে?

ক. অপরিবর্তিত থাকবে

খ. অর্ধেক হবে

গ. দ্বিগুণ হবে

ঘ. চার গুণ হবে

৩৩. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সঙ্গে কীভাবে সম্পর্কিত?

ক. সমানুপাতিকভাবে

খ. ব্যস্তানুপাতিকভাবে

গ. বর্গের সমানুপাতিকভাবে

ঘ. বর্গের ব্যস্তানুপাতিকভাবে

৩৪. ভরবেগের মাত্রা কোনটি?

ক. MLT খ. ML-1 T

গ. MLT-1 ঘ. ML-1 T-1

৩৫. ভরবেগের সংরক্ষণের উদাহরণ—

i. বন্দুকের পশ্চাৎ গতি

ii. চলন্ত বাস হঠাৎ ব্রেক কষে থামানো

iii. রকেট চালানো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: দশম শ্রেণি - ইংরেজি ২য় পত্র | Tag Questions (15-16)

৩৬. বন্দুক থেকে গুলি ছুড়লে—

i. গুলি ও বন্দুকের ভরবেগ সমমুখী হয়

ii. গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয়

iii. বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. ‘বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে সংঘর্ষের পরেও সম্মিলিত ভরবেগের কোনো পরিবর্তন হয় না’—এটি কিসের সূত্র?

ক. নিউটনের দ্বিতীয় সূত্র

খ. নিউটনের তৃতীয় সূত্র

গ. শক্তির নিত্যতা সূত্র

ঘ. ভরবেগের নিত্যতা সূত্র

৩৮. সমভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা কোনটি বিনিময় করে?

ক. ভর খ. বেগ

গ. ত্বরণ ঘ. বল

৩৯. গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

ক. হুইল খ. ব্রেক

গ. চাকা বা টায়ার ঘ. ইঞ্জিন

৪০. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে মেনে চলে–

i. ভরবেগের নিত্যতা সূত্র

ii. শক্তির নিত্যতা সূত্র

iii. নিউটনের তৃতীয় সূত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.খ ৩২.গ ৩৩.ক ৩৪.গ ৩৫.খ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.খ ৩৯.খ ৪০.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

Also Read: দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)