Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১০

৩১. স্বরাজ দলের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?

ক. সাম্প্রদায়িকতা

খ. অসাম্প্রদায়িক চেতনা

গ. ব্রিটিশবিরোধী মনোভাব

ঘ. স্বৈরতান্ত্রিক

৩২. ১৯২৬ সালে কোথায় দাঙ্গা হয়?

ক. লাহোরে খ. কলকাতায়

গ. ঢাকায় ঘ. পাঞ্জাবে

৩৩. নেহরু রিপোর্ট পেশ করা হয় কত সালে?

ক. ১৯২৬ সালে খ. ১৯২৭ সালে

গ. ১৯২৮ সালে ঘ. ১৯২৯ সালে

৩৪. ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন কে?

ক. অ্যাটলি

খ. চার্চিল

গ. প্রধানমন্ত্রী রামজে ম্যাকডোনাল্ড

ঘ. চেমসফোর্ড

৩৫. মোহাম্মদ আলী জিন্নাহ নিচের কোনটির প্রবক্তা?

ক. দ্বিজাতি তত্ত্ব খ. লাহোর প্রস্তাব

গ. লক্ষ্ণৌ প্যাক্ট ঘ. ছয় দফা

৩৬. জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব কেন ঘোষিত হয়?

ক. হিন্দু–মুসলিম বিভেদ সৃষ্টির জন্য

খ. মুসলিম লীগের স্বার্থ রক্ষার জন্য

গ. জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে

ঘ. মুসলমানদের স্বার্থের কথা বিবেচনা করে

৩৭. কত সালে ‘ভারত শাসন আইন’ ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত হয়?

ক. ১৯৩৪ সালে খ. ১৯৩৫ সালে

গ. ১৯৩৬ সালে ঘ. ১৯৩৭ সালে

৩৮. লাহোর প্রস্তাব গৃহীত হয় কবে?

ক. ১৯৪০ সালের ১২ মার্চ

খ. ১৯৪০ সালের ২৩ মার্চ

গ. ১৯৪১ সালের ২২ মার্চ

ঘ. ১৯৪২ সালের ২১ মার্চ

৩৯. লাহোর প্রস্তাবকে ‘দাসত্ব’ হিসেবে অভিহিত করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. জওহরলাল নেহরু

গ. মহাত্মা গান্ধী

ঘ. এ কে ফজলুল হক

৪০. লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. এ কে ফজলুল হক

গ. খাজা নাজিমুদ্দিন

ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৩১.খ ৩২.খ ৩৩.গ ৩৪.গ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.খ ৩৯.খ ৪০.খ

আযীযুন নাহার, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)