Thank you for trying Sticky AMP!!

ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১৮. পাহাড়িয়া অঞ্চলে ভূমিধসের কারণ—

i. অতিরিক্ত বৃষ্টিপাত

ii. বনভূমির অবস্থান

iii. বসতি স্থাপন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?

ক. অববাহিকা খ. দোয়াব

গ. জলবিভাজিকা ঘ. উপত্যকা

২০. নদী যেখানে উৎপত্তি হয় তাকে কী বলে?

ক. মোহনা খ. উৎস

গ. গিরিখাত ঘ. গিরিসংকট

২১. নদীর বিস্তার সবচেয়ে বেশি কোন গতিতে দেখা যায়?

ক. মধ্যগতি খ. ঊর্ধ্বগতি

গ. নিম্নগতি ঘ. স্থির অবস্থা

নিচের উদ্দীপকটির আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পলাশদের বাড়ি জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। একদিন পলাশ তার চাচার সঙ্গে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখল নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বলল, একসময় নদীর স্রোতের বেগ খুব বেশি ছিল।

২২. উদ্দীপকে উল্লিখিত নদীটি বর্তমানে কী অবস্থায় আছে?

ক. পার্বত্য অবস্থায় খ. নিম্নগতিতে

গ. মধ্যগতিতে ঘ. ঊর্ধ্বগতিতে

Also Read: পদার্থবিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

২৩. উদ্দীপকে উল্লিখিত নদীর বর্তমানে—

i. উপত্যকা গভীর

ii. নিম্নক্ষয় বন্ধ

iii. নদীবাহিত বালুকণা ও কাদা সঞ্চিত হয়ে চর পড়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?

ক. পার্শ্বক্ষয়ের ফলে

খ. তলদেশ ক্ষয়ের ফলে

গ. স্রোতের বেগ কমলে

ঘ. ঢাল হ্রাসের ফলে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১৮.খ ১৯.খ ২০.খ ২১.গ ২২.খ ২৩.গ ২৪.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: পদার্থবিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪