Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১০ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১০

১. কিশোররা কোন কারণে ‘অপরাধী’ বলে গণ্য হয়?

ক. মা–বাবার কথা শোনে না বলে

খ. রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে বলে

গ. স্কুল পালানোর জন্য

ঘ. রাষ্ট্র ও সমাজের নিয়ম ভাঙে বলে

২. দরিদ্র পরিবারের কিশোরদের অনেক সাধ বা ইচ্ছাই কী হয়?

ক. পূণ্য হয় খ. অপূর্ণ থেকে যায়

গ. কিছু কিছু হয় ঘ. কোনোটিই নয়

৩. কোন পরিবারের কিশোররা অল্প বয়সেই নানা রকম কাজ করে টাকা উপার্জন করতে বাধ্য হয়?

ক. মধ্যবিত্ত খ. বাবাহীন

গ. দরিদ্র ঘ. বড় পরিবারের

৪. কাদের উত্পাতে কখনো কখনো ছাত্রীদের পড়াশোনা বন্ধ হয়ে যায়?

ক. দুষ্ট কিশোরদের

খ. বখাটে কিশোরদের

গ. অশিক্ষিত মা-বাবার

ঘ. খারাপ প্রতিবেশীদের

৫. সন্তানের সঙ্গে অভিভাবকের সম্পর্ক কেমন হতে হবে?

ক. কঠোর

খ. নিয়মকানুন মাফিক

গ. সহজ ও স্বাভাবিক

ঘ. বন্ধুর মতো

Also Read: অষ্টম শ্রেণি – ইংরেজি | Speech change (15-16)

৬. সকল শিশু–কিশোরকে কিসের আওতায় আনতে হবে?

ক. বইপড়ার

খ. নিয়মকানুনের

গ. প্রতিষ্ঠানিক শিক্ষার

ঘ. খেলাধুলার

৭. শিশুদের কী নিষিদ্ধ করতে হবে?

ক. ছবি দেখা

খ. বেশি শ্রম

গ. একা একা বেড়ানো

ঘ. বেশি পড়াশোনা

৮. বাংলাদেশ সরকার তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সর্বশেষ বিধিমালা কত সালে প্রণয়ন করে?

ক. ২০১৩ সালে খ. ২০১৪ সালে

গ. ২০১৫ সালে ঘ. ২০১৬ সালে

৯. মাদকাসক্তিরোধে কোনটি সবচেয়ে ভালো ও কার্যকর?

ক. শান্তি

খ. জেল

গ. জরিমানা

ঘ. প্রতিরোধমূলক ব্যবস্থা

১০. বাংলাদেশ সরকার মাদকাসক্তি নিরাময়ে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণের কয়টি কনভেনশনে স্বাক্ষর করেছে?

ক. ৩টি খ. ৫টি

গ. ৮টি ঘ. ১০টি

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১.খ ২.খ ৩.গ ৪.খ ৫.গ ৬.গ ৭.খ ৮.ক ৯.ঘ ১০.ক

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

Also Read: অষ্টম শ্রেণি – ইংরেজি | Speech change (17-18)