Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | সুখী মানুষ - বহুনির্বাচনি প্রশ্ন ( ১- ১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুখী মানুষ

১. ‘সুখী মানুষ’ নাটিকা কার লেখা?

ক. মমতাজউদ্দীন আহমদ

খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. শামসুজ্জামান খান

ঘ. বিপ্রদাশ বড়ুয়া

২. মমতাজউদ্দীন আহমদ কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯৩২ সালে খ. ১৯৩৩ সালে

গ. ১৯৩৪ সালে ঘ. ১৯৩৫ সালে

৩. ‘সুখী মানুষ’ নাটিকায় বয়োজ্যেষ্ঠ চরিত্র কোনটি?

ক. রহমত খ. হাসু

গ. মোড়ল ঘ. কবিরাজ

৪. ‘লোভে পাপ, পাপে মৃত্যু’—সংলাপটি কার?

ক. কবিরাজ খ. হাসু

গ. রহমত ঘ. মোড়ল

৫. ‘সুখী মানুষ’ নাটিকায় কবিরাজের বয়স কত?

ক. ৪০ বছর খ. ৫০ বছর

গ. ৬০ বছর ঘ. ৭০ বছর

Also Read: অষ্টম শ্রেণি – ইংরেজি ২য় পত্র | Punctuation marks (49-50)

৬. ‘সুখী মানুষ’ নাটিকায় রহমতের বয়স কত বছর?

ক. ২০ বছর খ. ২৫ বছর

গ. ৩০ বছর ঘ. ৩৫ বছর

৭. ‘সুখী মানুষ’ নাটিকার শেষ সংলাপটি কার?

ক. হাসুর খ. রহমতের

গ. লোকের ঘ. কবিরাজের

৮. কয় গ্রাম খুঁজে একটিও সুখী মানুষ পাওয়া গেল না?

ক. দুই খ. তিন

গ. পাঁচ ঘ. ছয়

৯. ‘মূর্খের মতো কথা বল না’ কবিরাজ কাকে উদ্দেশ করে উক্তিটি করেছিল?

ক. রহমত খ. হাসু

গ. মোড়ল ঘ. লোক

১০. মোড়লের সুস্থতার জন্য কে হিমালয় পাহাড় তুলে আনার কথা বলেছিল?

ক. কবিরাজ খ. রহমত

গ. হাসু ঘ. লোক

সঠিক উত্তর

সুখী মানুষ: ১.ক ২.ঘ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ক ৭.গ ৮.ক ৯.গ ১০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Also Read: অষ্টম শ্রেণি – ইংরেজি ২য় পত্র | Change sentences (1-2)