Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৫ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১১. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত?

ক. ১ খ. ১.৫

গ. ২ ঘ. ২.৫

১২. লেন্সে আলোর কী ঘটে?

ক. প্রতিসরণ খ. আবর্তন

গ. প্রতিফলন ঘ. সমবর্তন

১৩. অধিকাংশ লেন্স কিসের তৈরি?

ক. কাচ খ. প্লাস্টিক

গ. কোয়ার্টজ ঘ. ডায়মন্ড

১৪. অবতল লেন্সের চশমা ব্যবহার করে কোন ধরনের ত্রুটি দূর করা যায়?

ক. দীর্ঘদৃষ্টি খ. ক্ষীণদৃষ্টি

গ. বার্ধক্য দৃষ্টি ঘ. বিষম দৃষ্টি

১৫. উত্তল লেন্সের জন্য কোনটি সঠিক?

ক. একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে

খ. একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারিত করে

গ. লেন্সের ক্ষমতা -2D হতে পারে

ঘ. বক্রতার কেন্দ্র দুটির মধ্যে দিয়ে গমনকারী সরলরেখা লেন্সের অক্ষ

Also Read: নবম শ্রেণি - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৪ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

১৬. লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র কয়টি?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

১৭. উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিকে যে বিন্দুতে মিলিত করে তাকে কী বলে?

ক. আলোক কেন্দ্র খ. প্রধান ফোকাস

গ. বক্রতার কেন্দ্র ঘ. মেরু বিন্দু

১৮. লেন্সের বক্রতার কেন্দ্র দুটির মধ্যে দিয়ে গমনকারী সরলরেখাকে কী বলে?

ক. ফোকাস দূরত্ব খ. আলোক বিন্দু

গ. প্রধান ফোকাস ঘ. প্রধান অক্ষ

১৯. কোনটি লেন্সের ক্ষমতার এসআই একক?

ক. মিটার/সেকেন্ড খ. ওয়াট/সেকেন্ড

গ. রেডিয়ান/মিটার ঘ. কিমি/ঘণ্টা

২০. কোনো লেন্সের ক্ষমতা +1D বলতে কী বোঝায়?

ক. লেন্সটি অবতল

খ. লেন্সটি সমতল

গ. লেন্সটি উত্তলাবতল

ঘ. লেন্সটি উত্তল

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১.খ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.ঘ ১৯.গ ২০.ঘ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: নবম শ্রেণি - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৪ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)