Thank you for trying Sticky AMP!!

ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

৫০. বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়?

ক. n খ. i

গ. m ঘ. PV

৫১. সাপ্তাহিক ১% চক্রবৃদ্ধি সুদের হার হলে, বাৎসরিক সুদের হার কত?

ক. ১৮% খ. ৩৬%

গ. ৪০% ঘ. ৫২%

৫২. ভোগ্যপণ্য হলো—

i. প্রাইভেট কার

ii. কলকারখানার মেশিন

iii. টিভি ও আসবাবপত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. মাসিক সঞ্চয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণে প্রয়োজন—

i. সুদের হার

ii. কিস্তির মেয়াদ

iii. বার্ষিক কিস্তির সংস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. প্রকৃত সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়?

ক. r খ. i

গ. n ঘ. EAR

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ৮ | ব্যবসায় উদ্যোগ - এসএসসি ২০২৪

৫৫. ‘রুল ৭২’ বলতে কী বোঝোয়?

ক. একটি ৭২ নম্বর আইন

খ. একটি ৭২ নম্বর ধারা

গ. বিনিয়োগের সুযোগ ব্যয় নির্ণয়পদ্ধতি

ঘ. ৭২ নম্বর সিদ্ধান্ত

৫৬. যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কী বিবেচনা করতে হয়?

ক. ঋণের বহির্মূল্য

খ. ঋণের অন্তর্মূল্য

গ. কিস্তির বর্তমান মূল্য

ঘ. ঋণ পরিশোধের ক্ষমতা

৫৭. ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি কিসের সম্মুখীন হতে পারে?

ক. ঋণগ্রস্ত খ. অলাভজনক

গ. ক্ষতিগ্রস্ত ঘ. দেউলিয়া

৫৮. একটি পণ্যের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে প্রয়োজন—

i. বর্তমান মূল্য

ii. সুদের হার

iii. ভবিষ্যৎ মূল্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫০.গ ৫১.ঘ ৫২.খ ৫৩.ঘ ৫৪.ঘ ৫৫.গ ৫৬.ঘ ৫৭.ঘ ৫৮.ক

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) : অধ্যায় ৩ | পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪