Thank you for trying Sticky AMP!!

সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৩১. কোনটিকে কেন্দ্র করে বাংলাদেশে একসময় ব্যবসা-বাণিজ্য শুরু হয়?

ক. শহর খ. নগর

গ. গ্রাম ঘ. মফস্বল

৩২. কোন দেশকে একসময় একটি বড় গ্রাম বলা হতো?

ক. চীন খ. সিঙ্গাপুর

গ. বাংলাদেশ ঘ. লিবিয়া

৩৩. মানুষ যা করে, যা ভাবে, এমন সবকিছুকে কী বলা হয়?

ক. প্রথা খ. সভ্যতা

গ. সংস্কৃতি ঘ. রীতিনীতি

৩৪. গ্রামীণ জীবন সাধারণত কিসের সঙ্গে জড়িত?

ক. শিল্প খ. কৃষি

গ. ব্যবসা ঘ. চাকরি

৩৫. গ্রামের অনেক পুরুষ ও নারী কোন কারখানায় কাজ নিয়ে শহরে চলে আসেন?

ক. পোশাক খ. চিনি

গ. কাগজ ঘ. সিমেন্ট

৩৬. বর্তমানে কৃষক জমি চাষে ব্যবহার করছেন—

i. ট্রাক্টর

ii. শ্যালো মেশিন

iii. লাঙল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. বর্তমানে জমিতে বেশি ব্যবহার করা হচ্ছে—

i. কীটনাশক

ii. জৈব সার

iii. রাসায়নিক সার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষের ভিন্ন খাবার হচ্ছে—

i. বার্গার

ii. স্যান্ডউইচ

iii. ভাত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii, iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩৯. শহরের মানুষের অন্যতম বিনোদন হচ্ছে—

i. মঞ্চনাটক

ii. সিনেমা

iii. টেলিভিশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii, iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪০. লোক উৎসব সংস্কৃতির কোন ধরনের উপাদান?

ক. বস্তুগত খ. অবস্তুগত

গ. ব্যবহারিক ঘ. বৈজ্ঞানিক

সঠিক উত্তর

অধ্যায় ২:৩১.ক ৩২.গ ৩৩.গ ৩৪.খ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.ক ৩৯.ঘ ৪০.খ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)