নবম শ্রেণি - কৃষিশিক্ষা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১১. ধান উৎপাদনের জন্য কোন অঞ্চলটি উত্তম?

ক. উপকূলীয় অঞ্চল

খ. কাদামাটি অঞ্চল

গ. পাহাড়ি ও পাদভূমি অঞ্চল

ঘ. দোআঁশ ও পলি দোআঁশ অঞ্চল

১২. কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি?

ক. গম খ. ভুট্টা

গ. ধান ঘ. পাট

১৩. খরিপ–১ মৌসুমের ফসল কোনটি?

ক. তিল খ. ফুলকপি

গ. বাঁধাকপি ঘ. টমেটো

১৪. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য হলো জৈব পদার্থ—

ক. নিম্ন মাত্রার খ. উচ্চ মাত্রার

গ. মাঝারি মাত্রার ঘ. অল্প মাত্রার

১৫. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির অম্লমান মাত্রা কত?

ক. ৪.৫–৫.৫ খ. ৫.৫–৬.৫

গ. ৬.৫–৭ ঘ. ৭–৭.৫

১৬. বৃষ্টিনির্ভর ফসল কোনটি?

ক. ফুলকপি খ. পেঁয়াজ

গ. পাট ঘ. সরিষা

১৭. উপকূলীয় অঞ্চলে মাটির অম্লমান মাত্রা কত?

ক. ৫–৬.৫ খ. ৬–৭.৫

গ. ৬.৫–৮ ঘ. ৭–৮.৫

১৮. জমিতে সবুজ সার হিসেবে কোন ফসলের চাষ করা হয়?

ক. পাট খ. সবুজ শাক

গ. ধৈঞ্চা ঘ. নেপিয়ার ঘাস

১৯. জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৬টি

২০. ভূমিক্ষয়ের প্রধান কারণ কোনটি?

ক. জলোচ্ছ্বাস খ. পাহাড়ি ঢল

গ. বৃষ্টিপাত ঘ. জুম চাষ

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.খ ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.খ ১৬.ঘ ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.গ

এস এম হাবিব, শিক্ষক, মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)