Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৪ - রসায়ন ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১. আদর্শ পানির DO–এর পরিসীমা কত?

ক. 1-2 mgl-1 খ. 4-8 mgl-1

গ. 5-7 mgl-1 ঘ. 6-8 mgl-1

২. বিশুদ্ধ পানির BOD এর মান কত?

ক. 1-2 mgl-1 খ. 2-3 mgl-1

গ. 3-4 mgl-1 ঘ. 4-5 mgl-1

৩. বিশুদ্ধ পানির COD এর মান কত?

ক. 2 mg/L খ. 4 mg/L

গ. 5 mg/L ঘ. 6mg/L

৪. পানির বিশুদ্ধতার মানদণ্ড সম্পর্কে কোনটি সঠিক?

ক. তাপ বৃদ্ধিতে DO বৃদ্ধি পায়

খ. COD এর মান BOD অপেক্ষা বেশি হয়

গ. DO কমলে BOD কমে

ঘ. COD বৃদ্ধি পেলে দূষণ কমে যায়

৫. স্থির চাপে গ্যাসের গতিবেগ ঘনত্বের কী হয়?

ক. সমানুপাতিক

খ. সমান

গ. বর্গের ব্যস্তানুপাতিক

ঘ. দ্বিগুণ

Also Read: এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১১-১২০)

৬. STP–তে প্রমাণ তাপমাত্রা কত?

ক. 20°C খ. 25°C

গ. 30°C ঘ. 38°C

৭. নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটির ব্যাপনের হার সমান?

ক. CO2, O2 খ. CO, CO2

গ. CO2, N2O ঘ. N2O, NO2

৮. কোন গ্যাসটির ব্যাপনের হার সবচেয়ে বেশি?

ক. O2 খ. N2

গ. H2 ঘ. CO2

৯. চাপের সঙ্গে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটিতে?

ক. চার্লসের সূত্রে

খ. বয়েলের সূত্রে

গ. অ্যাভোগ্রেড্রোর সূত্রে

ঘ. গ্রাহামের সূত্রে

১০. WHO অনুমোদিত COD এর সর্বোচ্চ মাত্রা কত?

ক. 6 mg/L খ. 8 mg/L

গ. 10 mg/L ঘ. 14 mg/L

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.ক ৩.খ ৪.খ ৫.গ ৬.খ ৭.গ ৮.গ ৯.খ ১০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১৪১-১৫০)