Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৪ - পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১১. ‘স্বাধীনতা ও আইনের বিরোধ নেই’—উক্তিটি কার?

ক. মন্টেস্কু খ. বার্কার

গ. জন লক ঘ. উইলোবি

১২. ‘যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না’—উক্তিটি কার?

ক. জন লক খ. বার্কার

গ. উইলোবি ঘ. এ. ভি. ডাইসি

১৩. ‘আইন হলো আবেগবিবর্জিত যুক্তি’—উক্তিটি কার?

ক. অ্যারিস্টটল খ. জন অস্টিন

গ. জন লক ঘ. অধ্যাপক হল্যান্ড

১৪. ‘আইন সার্বভৌম শাসকের আদেশ’—এটি কার মত?

ক. অ্যারিস্টটল খ. অধ্যাপক হল্যান্ড

গ. জন অস্টিন ঘ. জন লক

১৫. ‘চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল নিহিত’— কথাটি কে বলেছেন?

ক. জন লক খ. লাস্কি

গ. মন্টেস্কু ঘ. জন অস্টিন

Also Read: এইচএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

১৬. জনমত বলতে বোঝায়—

ক. প্রভাবশালী ব্যক্তির মতকে

খ. বহু ব্যক্তির মতকে

গ. কল্যাণকামী ও যুক্তিসিদ্ধ মতকে

ঘ.সংগঠিত মতকে

১৭. ‘Liberty’ শব্দের বাংলা অর্থ কী?

ক. স্বাধীনতা খ. পরাধীনতা

গ. ন্যায়বিচার ঘ. সাম্য

১৮. সুশাসনের মূলনীতি কোনটি?

ক. জবাবদিহি

খ. সামাজিক সাম্য

গ. নাগরিক অধিকার

ঘ. নাগরিক ক্ষমতায়ন

১৯. ‘আইনের দৃষ্টিতে সবাই সমান’—কথাটি কে বলেছেন?

ক. অধ্যাপক ডাইসি

খ. অধ্যাপক গার্নার

গ. অধ্যাপক লাস্কি

ঘ. অধ্যাপক ম্পেন্সার

২০. আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে?

ক. অভ্যন্তরীণ খ. বাহ্যিক

গ. পারিবারিক ঘ. সামাজিক

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)