Thank you for trying Sticky AMP!!

ব্যবসায় উদ্যোগ - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তা শব্দ দুটি একটি অপরটির সঙ্গে কেমনভাবে জড়িত?

ক. নিবিড়ভাবে খ. অঙ্গাঙ্গিভাবে

গ. ওতপ্রোতভাবে ঘ. ঘনিষ্ঠভাবে

১২. সফল উদ্যোক্তা কোন বিষয়ের প্রতি গভীর জ্ঞান রাখেন?

ক. ব্যবস্থাপনা খ. পরিকল্পনা

গ. নিয়ন্ত্রণ ঘ. মুনাফাসংক্রান্ত

উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শামীম স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মত্স্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ও তাঁর বড় ভাই মিলে পারিবারিক পুকুরে মত্স্য চাষ শুরু করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁর কিছু বন্ধু ঝুঁকির কথা বলে তাঁদের নিরুত্সাহিত করার চেষ্টা করেন। এতে তাঁরা মোটেও থেমে যাননি।

১৩. শামীমের মত্স্য চাষ শুরু করার কাজকে কী বলা যায়?

ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ

গ. ব্যবসায় ঘ. শখ

১৪. বন্ধুদের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় শামীমের মধ্যে উদ্যোক্তার কোন গুণ প্রকাশ পেয়েছে?

ক. ধৈর্যশীলতা

খ. সাহসিকতা

গ. উদারতা

ঘ. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা

১৫. কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন?

ক. অনিশ্চিত ঝুঁকি খ. নিশ্চিত সাফল্য

গ. ভবিষ্যৎ সম্ভাবনা ঘ. ঋণসুবিধা

Also Read: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

১৬. আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভূমিকা রয়েছে?

ক. শ্রমিকদের খ. উদ্যোক্তাদের

গ. সরকারের ঘ. জমিদারদের

১৭. যিনি উদ্যোগ গ্রহণ করেন তাঁকে কী বলা হয়?

ক. ব্যবসায়ী খ. উদ্যোক্তা

গ. বিত্তবান ঘ. ব্যাংকার

১৮. সফল উদ্যোক্তা কোনটিতে পরিতৃপ্তি ও অসীম আনন্দ পান?

ক. চ্যালেঞ্জমূলক কাজে

খ. কাজের সাফল্যে

গ. লাভবান হলে

ঘ. বিশেষ কাজে

১৯. ‘উদ্যোক্তা’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

ক. Entrepreneur

খ. Extrepreneur

গ. Extrepreneurship

ঘ. Business Entrepreneur

২০. অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উদ্যোক্তা কী করেন?

ক. পরিকল্পনা করেন

খ. সুযোগের সদ্ব্যবহার করেন

গ. প্রশিক্ষণ গ্রহণ করেন

ঘ. শিক্ষা গ্রহণ করেন

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.খ ১২.খ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.ক ২০.ক

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি