বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ২ | রসায়ন ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১১. d–উপস্তরে অরবিটাল কয়টি?

ক. ১ টি খ. ৩ টি

গ. ৫ টি ঘ. ৭ টি

১২. আকাশি আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনটি?

ক. নীল খ. সবুজ

গ. কমলা ঘ. লাল

১৩. অবিশুদ্ধ বেনজয়িক অ্যাসিডকে বিশোধন করার পদ্ধতির নাম কী?

ক. আংশিক পাতন খ. বাষ্পপাতন

গ. ঊর্ধ্বপাতন ঘ. নিম্নচাপ পাতন

১৪. কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম দেখা যায়?

ক. Cu খ. Co

গ. Mn ঘ. Fe

১৫. অজৈব লবণের ক্ষারীয়মূলক বিশ্লষণে কোন শিখা ব্যবহৃত হয়?

ক. অনুজ্জ্বল

খ. অন্তঃস্থ নীল বিজারণ শিখা

গ. বিজারণ শিখা

ঘ. উজ্জ্বল

১৬. শিখা পরীক্ষায় কোন মৌলটি বর্ণ দেখায়?

ক. Be খ. K

গ. Mg ঘ. Zn

১৭. রিডবার্গ ধ্রুবক RH এর মান কত?

ক. 109678 cm-1 খ. 10967.8 cm-1

গ. 109678 m-1 ঘ. 109678 mm-1

১৮. চৌম্বকক্ষেত্র দ্বারা কোনটির বিচ্যুতি ঘটে?

ক. আলফা রশ্মি খ. X–রশ্মি

গ. গামা রশ্মি ঘ. আলোক রশ্মি

১৯. পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়?

ক. বোর পরমাণু মডেল

খ. রাদারফোর্ড পরমাণু মডেল

গ. কোয়ান্টাম বলবিদ্যা

ঘ. আউফবাউ নীতি

২০. নিউক্লিয়াসের ব্যাস কোনটি?

ক. 10-5 cm খ. 10-13 cm

গ. 10-12 cm ঘ. 10-15 cm

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.গ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা