১. আরজু তার বন্ধুদের সঙ্গে স্কুলে যেতে যেতে বসে পড়ে কেন?
ক. সে স্কুলে যেতে চায় না
খ. স্যার তাকে বকুনি দিতে পারে
গ. তার স্কুল ফাঁকি দেওয়ার ইচ্ছে ছিল
ঘ. রোগের কারণে সে হাঁটতে পারে না
২. ‘মা বোঝেন কিন্তু কাঁদেন’—আরজুর মা কী বোঝেন?
ক. ছেলের পা চিকন হয়ে যাচ্ছে
খ. ছেলের পা একদিন পঙ্গু হয়ে যেতে পারে
গ. ছেলের পায়ের কোনো চিকিৎসা হচ্ছে না
ঘ. আরজুর মা অসহায়
৩. রেবেকা ও ‘সেই ছেলেটি’র আরজু কোন ধরনের শিশু?
ক. স্বাভাবিক খ. পুষ্টিহীন
গ. সুবিধাবঞ্চিত ঘ. বুদ্ধিহীন
৪. আরজুর বন্ধুদের নাম কী?
ক. হারু ও মিঠু
গ. লতিফ ও সাবু
গ. মোমেন ও লতিফ
ঘ. সাবু ও সোমেন
৫. সাবু, সোমেন, আরজু কীভাবে স্কুলে যাচ্ছিল?
ক. দুষ্টুমি করতে করতে
খ. গান গাইতে গাইতে
গ. কথা বলতে বলতে
ঘ. খেলতে খেলতে
৬. আরজুর ব্যথা কোথায়?
ক. পায়ে খ. কোমরে
গ. কবজিতে ঘ. ঘাড়ে
৭. কী হলো আরজু মিয়া, তুমি এখানে বসে কী করছ?—সংলাপটি কার?
ক. আরজুর বন্ধু সাবুর
খ. লতিফ স্যারের
গ. আইসক্রিমওয়ালার
ঘ. হাওয়াই মিঠাইওয়ালার
৮. স্কুল ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ—কার কথা?
ক. আইসক্রিমওয়ালার
খ. হাওয়াই মিঠাইওয়ালার
গ. আরজুর মায়ের
ঘ. লতিফ স্যারের
৯. আরজু কী খেতে চায়?
ক. আইসক্রিম খ. চকলেট
গ. রুটি ঘ. ভাত
১০. আরজু স্কুলে না আসায় লতিফ স্যার কী মনে করলেন?
ক. হাসলেন
খ. অভিমান করলেন
গ. চিন্তিত হলেন
ঘ. খুব রেগে গেলেন
সঠিক উত্তর
সেই ছেলেটি: ১.ঘ ২.খ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.ক ১০.গ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)