Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | উপসর্গ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

উপসর্গ

১. যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে বলে—

ক. সন্ধি খ. বিভক্তি

গ. প্রত্যয় ঘ. উপসর্গ

২. উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়?

ক. ৩ প্রকার খ. ৪ প্রকার

গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার

৩. শব্দের আগে বসে কোনটি?

ক. অনুসর্গ খ. উপসর্গ

গ. প্রত্যয় ঘ. বিভক্তি

৪. উপসর্গের কাজ কী?

ক. বর্ণ সংস্করণ

খ. যতি সংস্থাপন

গ. নতুন অর্থবোধক শব্দ গঠন

ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

৫. কোনটি শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে?

ক. অনুসর্গ খ. কর্মপ্রবচনীয়

গ. উপসর্গ ঘ. প্রত্যয়

৬. উপসর্গ কী?

ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম

খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ

গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়

৭. কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?

ক. শব্দ বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি

গ. উপসর্গ ঘ. অনুসর্গ

৮. ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’—কোনটির?

ক. অনুসর্গের খ. বিভক্তির

গ. উপসর্গের ঘ. পদাশ্রিত অব্যয়ের

৯. উপসর্গ কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

১০. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ২০টি খ. ২১টি

গ. ২২টি ঘ. ২৫টি

সঠিক উত্তর

উপসর্গ: ১.ঘ ২.গ ৩.খ ৪.গ ৫.গ ৬.গ ৭.গ ৮.গ ৯.খ ১০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) ▶