রাজধানী ঢাকার আসাদ এভিনিউতে অবস্থিত সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞান বিভাগ (অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে)—বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষা বিভাগ–বাংলা মাধ্যম ৩.৭৫ এবং মানবিক বিভাগ–বাংলা মাধ্যম ৩.২৫।
বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০, বিজ্ঞান থেকে মানবিক শিক্ষা বিভাগে ৪.০০, ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে ৩.৭৫।
৯ আগস্ট ২০২৩ দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত। প্রতিষ্ঠানের ওয়েবসাইট sjs.edu.bd তে অথবা sjsadmission.info এই লিংকে প্রবেশ করে এসএসসি প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
পরীক্ষার সময়সূচি: ১৭ আগস্ট বিকেল ৫টায় প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন 👇
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র
এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি।
স্কেল, কলম, পেনসিল, রাবার ননপ্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর।
ফোন: 01309108259, 01407958499 (সকাল ৯টা থেকে বিকাল ৪টা)
ইমেইল: info@sjs.edu.bd
আরো বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: sjs.edu.bd