১১. বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয়—
ক. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি খ. অনুকার দ্বিরুক্তি
গ. পদাত্মক দ্বিরুক্তি ঘ. বাক্যের দ্বিরুক্তি
১২. যুগ্মরীতিতে দ্বিরুক্তি পদ গঠিত হয়েছে কোনটিতে?
ক. হাতে-নাতে খ. ভয়ে ভয়ে
গ. রীতি-জঙ্গল ঘ. চাল-চলন
১৩. কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট রূপকে কী বলে?
ক. পদাত্মক শব্দ খ. শব্দাত্মক পদ
গ. ধ্বন্যাত্মক শব্দ ঘ. কল্পনাত্মক শব্দ
১৪. সংখ্যা কী কাজে লাগে?
ক. পাঠে খ. আহারে
গ. খেলায় ঘ. গণনায়
১৫. সংখ্যা গণনার মূল একক কী?
ক. দশ খ. এক
গ. এক ও শূন্য ঘ. এক থেকে নয় পর্যন্ত
১৬. এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদি ধারণা আমরা কিসের সাহায্যে পেতে পারি?
ক. পদাশ্রিত নির্দেশক খ. অঙ্কবাচক শব্দ
গ. বচন ঘ. সংখ্যাবাচক শব্দ
১৭. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক. চার প্রকার খ. তিন প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. দুই প্রকার
১৮. একাধিকবার একই গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
ক. তারিখবাচক শব্দ খ. ক্রমবাচক শব্দ
গ. পরিমাণবাচক শব্দ ঘ. অঙ্কবাচক শব্দ
১৯. কোনো পূর্ণসংখ্যার পর অর্ধ যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়?
ক. দেড় খ. আড়াই
গ. সাড়ে ঘ. সপাদ
২০. ‘এক’ এককের চার ভাগের এক ভাগকে কী বলে?
ক. তেহাই খ. পৌনে
গ. চৌথা ঘ. সোয়া
সঠিক উত্তর
দ্বিরুক্ত শব্দ: ১১.গ ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)