Thank you for trying Sticky AMP!!

গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-৯)

অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।

প্রশ্ন:

ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল 2025 এবং AE = EH = HD ও BF = FG = GC হলে, EFGH এর ক্ষেত্রফল বের করো।

সমাধান:

এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমাদের নিচের অনুপাতের ধারণা সম্পর্কে ধারণা থাকতে হবে।

∎ দুটি ত্রিভুজের উচ্চতা একই হলে, তাদের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত ও ভূমিদ্বয়ের অনুপাত পরস্পর সমান।

এখন সমাধানের জন্য প্রয়োজনীয় অঙ্কন করে নতুন চিত্র পাই—

(∎) প্রয়োগ করে পাই—

∆ABF এর ক্ষেত্রফল/∆FAG এর ক্ষেত্রফল = BF/FG

বা, ∆ABF এর ক্ষেত্রফল/∆FAG এর ক্ষেত্রফল = BF/BF

বা, ∆ABF এর ক্ষেত্রফল/∆FAG এর ক্ষেত্রফল = 1

বা, ∆ABF এর ক্ষেত্রফল = ∆FAG এর ক্ষেত্রফল

∴ [∆ABF] = [∆FAG] … … … (i)

আবার, ∆FAG এর ক্ষেত্রফল/∆GAC এর ক্ষেত্রফল = FG/GC

বা, ∆FAG এর ক্ষেত্রফল/∆GAC এর ক্ষেত্রফল = FG/FG

বা, ∆FAG এর ক্ষেত্রফল/∆GAC এর ক্ষেত্রফল = 1

বা, ∆ABF এর ক্ষেত্রফল = ∆FAG এর ক্ষেত্রফল

∴ [∆FAG] = [∆GAC] … … … (ii)

(i) ও (ii) হতে পাই—

[∆ABF] = [∆FAG] = [∆GAC] … … … (iii)

একইভাবে, [∆ACE] = [∆ECH] = [∆HCD] … … … (iv)

এখন, [ABCD] = [∆ABF] + [∆FAG] + [∆GAC] + [∆ACE] + [∆ECH] + [∆HCD]

বা, [ABCD] = [∆ABF] + [∆FAG] + [∆GAC] + [∆ACE] + [∆ECH] + [∆HCD]

বা, [ABCD] = [∆AGC] + [∆AGC] + [∆AGC] + [∆ACE] + [∆ACE] + [∆ACE]

বা, [ABCD] = 3 × [∆AGC] + 3 × [∆ACE]

বা, [ABCD] = 3 × [AGCE]

∴ [AGCE] = [ABCD]/3 … … … (v)

আবার, [EFGH] = [∆EFG] + [∆EGH]

বা, [EFGH] = [∆EFG] + [∆EGH]

বা, [EFGH] = [∆EGC] + [∆AEG]    [(∎) অনুযায়ী]

বা, [EFGH] = [AGCE]   

বা, [EFGH] = [ABCD]/3

বা,  [EFGH] = 2025/3

বা, [EFGH] = 675

∴ EFGH এর ক্ষেত্রফল 675

Also Read: অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-৮)

Also Read: অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-৭)