বাউবিতে বিএ ও বিএসএস প্রোগ্রাম, ১৭ মে পর্যন্ত সময় বৃদ্ধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ ও বিএসএস প্রোগ্রামে ২০২৫ ব্যাচে (জানুয়ারি-ডিসেম্বর) প্রথম সেমিস্টারে বিশেষ বিবেচনায় শেষবারের মতো ভর্তির সময় ১৭ মে ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভর্তির ন্যূনতম যোগ্যতা
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভতি৴র জন্য দরকারি...
১. এ কোর্সের মেয়াদ ৩ বছর।
২. ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ১০০ টাকা অতিরিক্ত বিলম্ব ফি দিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
৩. এটি সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত প্রোগ্রাম।
৩. অনলাইনে osaps এর মাধ্যমে আবেদন করতে হবে।

৪. অনলাইনে আবেদনের কপি শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট আঞ্চলিক বা উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

অনলাইনে ভর্তির সময় যা প্রয়োজন

১. শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি ও স্বাক্ষরের স্ক্যান করা কপি।
২. সর্বমোট ৩ হাজার ৯৯০ টাকা বিকাশ বা ডিবিবিএলের মাধ্যমে সংশ্লিষ্ট চার্জসহ জমা দিতে হবে।
৩. ফির বিবরণ: ভর্তি ফরম ফি ১০০ টাকা; বিলম্ব ফি ১০০ টাকা; ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ড ফি ২০০ টাকা; রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা; প্রতি কোর্স ফি ৭৩৫ টাকা হারে ৪টি কোর্সের জন্য ২ হাজার ৯৪০ টাকা; একাডেমিক ক্যালেন্ডার ৫০ টাকা; পরীক্ষার ফি ৩০০ টাকা এবং সেমিস্টার নম্বরপত্র ফি ১০০ টাকাসহ সর্বমোট ৩ হাজার ৯৯০ টাকা।
৪. তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা কোর্স ফির শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।

ভতি৴র বিস্তারিত সময়

১. ভতি৴র আবেদনের বাড়ানোর শেষ তারিখ: ১৭ মে ২০২৫।
২. টিউটোরিয়াল ক্লাসের তারিখ: পরে জানানো হবে।