Thank you for trying Sticky AMP!!

জীববিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৬

৩৬. উদ্ভিদের রস উত্তোলনের সঙ্গে জড়িত কোনটি?

ক. জাইলেম ভেসেল

খ. জাইলেম ফাইবার

গ. সঙ্গীকোষ

ঘ. সিভনল

৩৭. সর্বজনীন গ্রহীতা রক্ত গ্রুপ কোনটি?

ক. ‘A’ গ্রুপ খ. ‘B’ গ্রুপ

গ. ‘AB’ গ্রুপ ঘ. ‘O’ গ্রুপ

৩৮. রক্তে কয় ধরনের লিপোপ্রোটিন দেখা যায়?

ক. ১ ধরনের খ. ২ ধরনের

গ. ৩ ধরনের ঘ. ৪ ধরনের

৩৯. কোথায় CO2 সমৃদ্ধ রক্ত পরিশোধিত হয়?

ক. বৃক্কে খ. যকৃতে

গ. ফুসফুসে ঘ. হৃৎপিণ্ডে

৪০. উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?

ক. শ্বসন খ. ব্যাপন

গ. অভিস্রবণ ঘ. ইমবাইবিশন

৪১. কোনটির ওপর বীজের অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে?

ক. ব্যাপন খ. অভিস্রবণ

গ. প্রস্বেদন ঘ. শ্বসন

৪২. প্রস্বেদন কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

Also Read: পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

৪৩. কোনটি পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে?

ক. সূর্যালোক খ. কিউটিকল

গ. বায়ুপ্রবাহ ঘ. প্যালিসেড

৪৪. কোনটির কারণে লবণের দ্রবণে আঙুর রাখলে চুপসে যায়?

ক. ব্যাপন খ. অন্তঃঅভিস্রবণ

গ. বহিঃঅভিস্রবণ ঘ. ইমবাইবিশন

৪৫. মূলের কোন অঞ্চল দিয়ে খনিজ লবণ পরিশোধিত হয়?

ক. অগ্রভাগের বিভাজন অঞ্চল দিয়ে

খ. মূলরোম অঞ্চল দিয়ে

গ. স্থায়ী অঞ্চল দিয়ে

ঘ. মূলরোমের অগ্রভাগ অঞ্চল দিয়ে

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৩৬.ক ৩৭.গ ৩৮.গ ৩৯.গ ৪০.গ ৪১.খ ৪২.খ ৪৩.ক ৪৪.গ ৪৫.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪