Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৫১. নিচের কোনটি সামাজিক অনাচারের উদাহরণ?

ক. নিরক্ষরতা খ. দরিদ্রতা

গ. পুষ্টিহীনতা ঘ. যৌতুক প্রবণতা

৫২. যৌতুকের ইংরেজি প্রতিশব্দ কী?

ক. Gift খ. Presentation

গ. Bookshih ঘ. Dowry

৫৩. অনেক সমাজে নারীদের মর্যাদা স্বীকৃত না হওয়ার যৌক্তিকতা কোনটি?

ক. আত্মনির্ভরশীলতা

খ. পরনির্ভরশীলতা

গ. অশিক্ষা

ঘ. কুসংস্কার

৫৪. কোনটি ছাড়া আইন প্রণয়ন অর্থহীন?

ক. ব্যক্তিগত সচেতনতা

খ. দলীয় সচেতনতা

গ. সামাজিক সচেতনতা

ঘ. রাজনৈতিক সচেতনতা

৫৫. কোন ধর্মে যৌতুক প্রদান করা বিবাহপ্রথার একটি অংশ?

ক. ইসলাম ধর্মে খ. হিন্দুধর্মে

গ. বৌদ্ধধর্মে ঘ. খ্রিষ্টধর্মে

৫৬. বাল্যবিবাহের প্র্যধান কারণ কোনটি?

ক. দারিদ্র্য খ. বেকারত্ব

গ. মাদকাসক্তি ঘ. ইভ টিজিং

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১৪ বছর বয়সে রেশমার বিয়ে হয়। সে সময় তার স্বামীর বয়স ছিল ৩০ বছর। বিবাহের এক বছরের মধ্যে সে একটি পুত্রসন্তান জন্ম দেয়। বর্তমান তার দুই ছেলে ও তিন মেয়ে। অল্প বয়সে অধিক সন্তান জন্ম দেওয়ার ফলে রেশমা বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হয়। যার ফলে স্বামী–স্ত্রীর সম্পর্ক খারাপ হতে থাকে।

৫৭. উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির সাথে নিচের কোন সমস্যার সম্পর্ক নেই?

ক. অটিজম খ. নিরক্ষরতা

গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. অল্প বয়সে পিতৃত্ব

৫৮. উদ্দীপকে উল্লিখিত রেশমার সমস্যা যে সামাজিক সমস্যার সৃষ্টি করে তা হলো—

i. ধর্মীয় বিধি অমান্য করে

ii. দারিদ্র্য বৃদ্ধিতে ভূমিকা রাখে

iii. জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. কিসের প্রতি আসক্তির কারণে অনেক ছাত্রছাত্রীর জীবন হুমকির সম্মুখীন?

ক. মোবাইলের খ. কম্পিউটারের

গ. ইন্টারনেটের ঘ. মাদকের

৬০. আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি?

ক. ১৩ জুন খ. ১৪ জুন

গ. ২৬ জুন ঘ. ১৬ জুন

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৫১.ঘ ৫২.ঘ ৫৩.খ ৫৪.গ ৫৫.খ ৫৬.ক ৫৭.ঘ ৫৮.গ ৫৯.ঘ ৬০.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা