Thank you for trying Sticky AMP!!

সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. কত সালে অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞান শব্দটি উদ্ভাবন করেন?

ক. ১৭৯৮ সালে খ. ১৮৩৯ সালে

গ. ১৮৬৯ সালে ঘ. ১৯২১ সালে

১২. ‘সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলির বিজ্ঞান’—উক্তিটি কার?

ক. সামনার খ. গিডিংস

গ. অগাস্ট কোঁৎ ঘ. ম্যাক্স ওয়েবার

১৩. কাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়?

ক. ইবনে খালদুন খ. অগাস্ট কোঁৎ

গ. সেন্ট সাইমন ঘ. প্লেটো

১৪. অষ্টাদশ শতকে কোথায় শিল্পবিপ্লব ঘটেছিল?

ক. ফ্রান্সে খ. ইতালিতে

গ. ইংল্যান্ডে ঘ. জার্মানিতে

১৫. সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কে জ্ঞান—এটা কোন অর্থে ব্যবহৃত হয়?

ক. উত্পত্তিগত অর্থে

খ. বর্ণনামূলক অর্থে

গ. শব্দগত অর্থে

ঘ. বিশেষ অর্থে

১৬. সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে কখন?

ক. অষ্টাদশ শতাব্দীর শুরুতে

খ. অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে

গ. ঊনবিংশ শতাব্দীর শুরুতে

ঘ. ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে

১৭. অগাস্ট কোঁৎ কোন দেশীয় সমাজবিজ্ঞানী?

ক. জার্মানি খ. ফ্রান্স

গ. রাশিয়া ঘ. এথেন্স

১৮. সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়—

i. সমাজস্থ মানুষের আচরণ ও ব্যবহার

ii. সমাজের স্থিতিশীলতা ও গতিশীলতা

iii. সমাজের বাস্তবতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. সমাজবিজ্ঞানের চর্চা ভারতবর্ষে কখন

শুরু হয়?

ক. ষোড়শ শতকে খ. অষ্টাদশ শতকে

গ. উনিশ শতকে ঘ. বিংশ শতকে

২০. সমাজবিজ্ঞান কাকে নিয়ে কাজ করে?

ক. মানুষ

খ. সমাজ

গ. রাষ্ট্র

ঘ. বিভিন্ন সামাজিক সংগঠন

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.খ ১২.খ ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.ঘ ২০.খ

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা