Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১১. ট্রপোবিরতির ওপরের কতটুকু এলাকা স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত?

ক. ৫০ মাইল খ. ৫০ কিমি

গ. ৫০০ কিমি ঘ. ১০,০০০ কিমি

১২. পৃথিবীতে ছুটে আসা উল্কার বেশির ভাগই কোন স্তরে এসে পুড়ে যায়?

ক. স্ট্রাটোমণ্ডল খ. মেসোমণ্ডল

গ. চৌম্বকমণ্ডল ঘ. এক্সোমণ্ডল

১৩. নিচের কোন স্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বাড়ে?

ক. ট্রপোমণ্ডল খ. স্ট্রাটোমণ্ডল

গ. মেসোমণ্ডল ঘ. তাপমণ্ডল

১৪. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ কোথায় বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে?

ক. মেসোমণ্ডলে খ. স্ট্রাটোমণ্ডলে

গ. আয়নমণ্ডলে ঘ. ট্রপোমণ্ডলে

১৫. নিচের কোনটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে জীবকুলকে রক্ষা করে?

ক. আয়ন স্তর খ. অশ্মমণ্ডল

গ. ট্রপোমণ্ডল ঘ. ওজোন স্তর

Also Read: দশম শ্রেণি - জীববিজ্ঞান | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

১৬. কোনো অঞ্চলের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড়কে কী বলে?

ক. জলবায়ু খ. অধঃক্ষেপণ

গ. উষ্ণতা ঘ. আর্দ্রতা

১৭. নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমেই কী হয়?

ক. কমতে থাকে খ. বাড়তে থাকে

গ. সমান থাকে ঘ. দ্রুত বাড়ে

১৮. পানি কয়টি অবস্থায় থাকতে পারে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

১৯. বায়ুতে অবস্থানরত জলীয় বাষ্পের প্রধান উৎস কী?

ক. নদী খ. বৃষ্টির পানি

গ. সমুদ্র ঘ. ভূগর্ভের পানি

২০. এক্সোমন্ডলের তাপমাত্রা কত?

ক. ৩০০° – ১৬৫০° সেলসিয়াস

খ. ২০০° –২৮০° সেলসিয়াস

গ. ২৮০°–৬০০° সেলসিয়াস

ঘ. ৩৫০°– ৭৬০° সেলসিয়াস

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১.খ ১২.খ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.গ ২০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - জীববিজ্ঞান | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)