Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৪ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

১. রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী?

ক. অ্যারিস্টটল

খ. আর এম ম্যাকাইভার

গ. গার্নার

ঘ. অধ্যাপক ফাইনার

২. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?

ক. ভূখণ্ড খ. জনসমষ্টি

গ. সরকার ঘ. সার্বভৌমত্ব

৩. ‘The Modern State’ গ্রন্থের লেখক কে?

ক. অ্যারিস্টটল

খ. আর এম ম্যাকাইভার

গ. গার্নার

ঘ. অধ্যাপক ফাইনার

৪. রাষ্ট্রের মুখ্য কাজের অন্তর্ভুক্ত হলো—

i. রাষ্ট্রের অস্তিত্ব

ii. স্বাধীনতা ও সার্বভৌমত্ব

iii. জনগণের অধিকার সংরক্ষণ

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. দেশের প্রয়োজনে আত্মোৎসর্গ করার মানসিকতার মাধ্যমে নাগরিকের কোন কর্তব্য নিহিত?

ক. দেশপ্রেম খ. সংবিধান মানা

গ. আনুগত্য ঘ. দায়িত্ব পালন

৬. আইনের উৎস কয়টি?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

৭. তথ্য প্রদানের সময় অতিক্রান্ত হওয়ার পরে কত দিনের মধ্যে আপিল করতে পারবেন?

ক. ৩০ দিন খ. ৩৫ দিন

গ. ৪০ দিন ঘ. ৪৫ দিন

৮. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

ক. অ্যারিস্টটল খ. আর এম ম্যাকাইভার

গ. প্লেটো ঘ. সক্রেটিস

৯. মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয়দান রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কোন ধরনের কাজ?

ক. মুখ্য কাজ খ. গুরুত্বপূর্ণ কাজ

গ. ঐচ্ছিক কাজ ঘ. আবশ্যিক কাজ

১০. যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানে ভূমিকা রাখছে কোনটি?

ক. অর্থনীতি

খ. সংস্কৃতি

গ. দেশ রক্ষা বাহিনী

ঘ. ভৌগোলিক অবস্থান

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১.গ ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.গ ১০.গ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা