Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৪ - গার্হস্থ্য বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১১. গদিওয়ালা আসবাবের উপযোগিতা বেশি কেন?

ক. হালকা বলে খ. বেশি বড় বলে

গ. দাম কম বলে ঘ. আরাম বেশি বলে

১২. কোনটির সঙ্গে সামঞ্জস্য রেখে পুষ্পবিন্যাস করতে হয়?

ক. ফুলের রং খ. পাতার আকার

গ. ফুলদানির আকার ঘ. ফুলের আকার

১৩. শিল্পে সব সময় প্রয়োজন হয় না কোনটির?

ক. উপকরণ খ. দামি জিনিস

গ.অভিজ্ঞতা ঘ. দক্ষতা

১৪. গৃহে পর্দার প্রয়োজনীয়তা—

i. ঘরের আব্রু রক্ষা করে

ii. ধুলাবালি থেকে ঘরকে রক্ষা করে

iii. ঘরের সৌন্দর্য বাড়ায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৫. নিপা তার বসার ঘরটি সাজাতে পছন্দ করেন। তিনি এই ঘরকে আকর্ষণীয় করে তোলেন—

i. চিত্রকর্ম দিয়ে

ii. অ্যাকুরিয়াম দিয়ে

iii. বড় ফুলদানিতে ফুল রেখে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | আম–আঁটির ভেঁপু : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৫৭)

১৬. টবের জমে থাকা পানিতে কোন মশার জন্ম হয়?

ক. অ্যাডিস খ. কিউলেক্স

গ. অ্যানোফিলিস ঘ. ফাইলেরিয়া

১৭. পারিবারিক ছবি টাঙানো হয় কোন রুমে?

ক. বসার রুমে খ. পড়ার রুমে

গ. লিভিং রুমে ঘ. খেলার রুমে

১৮. আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচনের সুফল কী?

ক. আরামদায়ক হয়

খ. রুচিসম্মত হয়

গ. সামাজিক গ্রহণযোগ্যতা পাওয়া যায়

ঘ. স্থায়িত্ব বাড়ে

১৯. চুলা জানালার পাশে হওয়া প্রয়োজন কেন?

ক. আগুন বের হওয়ার জন্য

খ. ধোঁয়া বের হওয়ার জন্য

গ. প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য

ঘ. বাতাস প্রবেশের জন্য

২০. আসবাব বিন্যাসের সময় বিবেচনা করতে হবে কোন দিকটি?

ক. দাম খ. সৌন্দর্য

গ. পছন্দ ঘ. ব্যবহারিক সুবিধা

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.খ ২০.ঘ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

Also Read: এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)