Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (২৭-৩৩) : অধ্যায় ৪ | পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

২৭. কোনো ব্যক্তি বৃত্তাকার পথে একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে কিছুক্ষণ পর আবার একই বিন্দুতে ফিরে এলে কৃত কাজ কত হবে?

ক. ধনাত্মক

খ. ঋণাত্মক

গ. ধনাত্মক ও ঋণাত্মক কাজ

ঘ. শূন্য

২৮. নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?

ক. একটি দেয়ালকে ধাক্কা দেওয়া

খ. সিঁড়ি দিয়ে ওপরে ওঠা

গ. সমতল পথে হাঁটা

ঘ. গাছ থেকে নিচে নামা

২৯. নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি অংশ?

ক. গতিশক্তি খ. রাসায়নিক শক্তি

গ. চৌম্বক শক্তি ঘ. তড়িৎ শক্তি

৩০. কোনটি বহুদিনের সঞ্চিত সৌরশক্তি?

ক. বায়ু খ. তাপমাত্রা

গ. সৌরকোষ ঘ. প্রাকৃতিক গ্যাস

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) : অধ্যায় ৩ | পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

৩১. ঢিল ছুড়ে আম পাড়া যায় কোন শক্তির কারণে?

ক. বিভবশক্তি খ. তাপশক্তি

গ. শব্দশক্তি ঘ. গতিশক্তি

৩২. একটি বস্তুকে সুতায় বেঁধে উল্লম্ব তলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত?

ক. শূন্য খ. ধনাত্মক

গ. ঋণাত্মক ঘ. ধনাত্মক ও ঋণাত্মক

৩৩. কোনো বস্তুর ওপর কখন ঋণাত্মক কাজ হবে?

ক. বস্তুটিতে তাপ দিলে

খ. বস্তুটিতে শক্তি প্রয়োগ করলে

গ. বস্তু থেকে শক্তি সরিয়ে নিলে

ঘ. বস্তুতে শব্দশক্তি দিলে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২৭.ঘ ২৮.খ ২৯.ক ৩০.ঘ ৩১.ঘ ৩২.ক ৩৩.গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ৩ | পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪