Thank you for trying Sticky AMP!!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

১৩. রিবনের কোন বোতামে চাপ দিলে অক্ষর মোটা হয়?

ক. G বোতামে খ. I বোতামে

গ. B বোতামে ঘ. U বোতামে

১৪. ওয়ার্ড প্রসেসরে পূর্বের ডকুমেন্টকে বারবার ব্যবহার করা যায় কীভাবে?

ক. ডকুমেন্ট সংরক্ষণ করে

খ. ডকুমেন্টের চার্ট ব্যবহার করে

গ. কি-বোর্ড ব্যবহার করে

ঘ. ডকুমেন্ট পাবলিশ করে

১৫. ডকুমেন্টকে বারবার ব্যবহার করার প্রয়োজন হলে কী করা উচিত?

ক. টেমপ্লেট তৈরি করা

খ. ডকুমেন্টের চার্ট ব্যবহার করা

গ. কি-বোর্ড ব্যবহার করা

ঘ. ডকুমেন্ট কপি করা

১৬. ওয়ার্ড প্রসেসরে তথ্য এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে কীভাবে নেওয়া যায়?

ক. পেস্ট করে

খ. ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহারে

গ. কপি করে

ঘ. টেমপ্লেট ব্যবহার করে

১৭. ওয়ার্ড প্রসেসরে অল্প সময়ে শব্দ খোঁজার জন্য কোন কমান্ড ব্যবহার হয়?

ক. Insert

খ. Chart

গ. Find and Replace

ঘ. Format

Also Read: ইংরেজি ২য় পত্র - এসএসসি ২০২৪

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মেহেদি ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে একটি ডকুমেন্ট তৈরি করার পর দেখল তাতে School বানানটি ডকুমেন্টের সব জায়গায় ভুল হয়েছে। তাই সে একটি কমান্ড ব্যবহার করে সব জায়গায় ভুল বানান একবারে সঠিক বানানে প্রতিস্থাপন করে দিল।

১৮. মেহেদি কোন কমান্ড ব্যবহার করেছিল?

ক. Edit

খ. New

গ. Find & Replace

ঘ. Paste Special

১৯. মেহেদির ব্যবহৃত সফটওয়্যারটি লেখা সম্পাদনায় যেভাবে ভূমিকা রাখে—

i. বানান সংশোধন

ii. লাইনের ব্যবধান নির্ধারণ

iii. cell-এর ব্যবধান নির্ধারণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কী আকারে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়?

ক. পিডিএফ খ. ওয়ার্ড

গ. টেমপ্লেট ঘ. ইমেজ

২১. কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়?

ক. Reference

খ. Spelling grammar checking

গ. Word checker

ঘ. Speller

২২. কোন সফটওয়্যারের সাহায্যে বানান সংশোধন করা যায়?

ক. স্পেল চেকার

খ. স্পেলিং

গ. ফটোশপ সফটওয়্যার

ঘ. অ্যাকসেস সফটওয়্যার

২৩. স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে কোন সফটওয়্যারে?

ক. প্রোগ্রামিং সফটওয়্যারে

খ. ওয়ার্ড প্রসেসরে

গ. মাইক্রোসফট অ্যাকসেসে

ঘ. ডিজাইন সফটওয়্যারে

২৪. সংরক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট কতবার প্রিন্ট করা যায়?

ক. ১ বার খ. ২ বার

গ. ৫ বার ঘ. যত খুশি ততবার

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.গ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.গ ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: জীববিজ্ঞান - এসএসসি ২০২৪