Thank you for trying Sticky AMP!!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. একুশ শতকে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?

ক. অর্থ-সম্পদভিত্তিক

খ. বাজেটভিত্তিক

গ. জ্ঞানভিত্তিক

ঘ. তথ্যভিত্তিক

২. পৃথিবীর সম্পদ কোনটি?

ক. রোবট খ. জ্ঞান

গ. সাধারণ মানুষ ঘ. খনিজ সম্পদ

৩. কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠছে?

ক. আন্তর্জাতিকতা খ. সৃজনশীলতা

গ. জ্ঞান ঘ. সুনাগরিকত্ব

৪. পৃথিবীর সম্পদ মানুষই পারে—

i. জ্ঞান অন্বেষণ করতে

ii. জ্ঞান ধারণ করতে

iii. জ্ঞান ব্যবহার করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে নিচের কোনটির কারণে?

ক. Internet

খ. E-mail

গ. Internationalization

ঘ. Facebook

Also Read: জীববিজ্ঞান - দশম শ্রেণি

৬. নিচের কোনটি Globalization ও Internationalization ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ?

ক. যোগাযোগ ব্যবস্থা

খ. পারস্পরিক সহযোগিতা

গ. শিল্পবিপ্লব

ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলাফল–

i. Greenhouse Effect

ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

হাবিব স্যার ক্লাসে পড়ানোর সময় একুশ শতকের আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয় তরান্বিত হওয়ার পেছনের কারণটির প্রতি আলোকপাত করছিলেন।

৮. হাবিব স্যারের আলোচনায় আলোকপাত করা বিষয় কোনটি?

ক. জ্ঞান

খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

গ. অর্থ

ঘ. সৃজনশীলতা

৯. হাবিব স্যার যে দুটি বিষয় তরান্বিত হওয়ার ব্যাপারে আলোচনা করছিলেন, তা হলো—

i. Information Technology

ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?

ক. অর্থের ব্যবহার

খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার

গ. ইন্টারনেট

ঘ. তথ্যের ক্রমবিকাশ

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.গ ২.গ ৩.গ ৪.ঘ ৫.গ ৬.ঘ ৭.গ ৮.খ ৯.গ ১০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: জীববিজ্ঞান - দশম শ্রেণি