Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

২১. সাম্য বল সৃষ্টি করতে কমপক্ষে কতটি বল দরকার?

ক. ০ খ. ১

গ. ২ ঘ. ৪

২২. চলন্ত গাড়ির হঠাৎ ব্রেক চাপলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন কেন?

ক. ঘর্ষণ বলের জন্য

খ. মহাকর্ষ বলের জন্য

গ. স্থিতি জড়তার জন্য

ঘ. গতি জড়তার জন্য

২৩. কোন বলের লব্ধি শূন্য হয়?

ক. সাম্য বল খ. অসাম্য বল

গ. ঘর্ষণ বল ঘ. মহাকর্ষ বল

২৪. কোন ঘর্ষণ কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে?

ক. স্থিতি খ. আবর্ত

গ. প্রবাহী ঘ. পিছলানো

২৫. নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ হয় যখন—

i. আমরা হাঁটাচলা করি

ii. রাস্তায় গাড়ি চলে

iii. দেয়ালে ধাক্কা লেগে পিছিয়ে আসি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. জড়তা কত প্রকার?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

২৭. বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে—এটি নিউটনের কোন সূত্র?

ক. প্রথম খ. দ্বিতীয়

গ. তৃতীয় ঘ. নিত্যতা

২৮. স্পর্শের দিক থেকে বল কত প্রকার?

ক. ২ খ. ৪

গ. ৫ ঘ. ৬

২৯. নিউটনের প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায়—

i. জড়তার

ii. বলের

iii. ভরবেগের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. বস্তুর ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি বৃদ্ধি পায়?

ক. বেগ খ. দৃঢ়তা

গ. জড়তা ঘ. স্থিতিস্থাপকতা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.গ ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

Also Read: নবম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)