Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১০

১১. বঙ্গভঙ্গের অন্যতম প্রতিক্রিয়া কোনটি?

ক. হিন্দু–মুসলিম দাঙ্গা

খ. কংগ্রেসের স্থায়িত্ব

গ. ধর্মযুদ্ধ

ঘ. অর্থনৈতিক মুক্তি

১২. স্বদেশি আন্দোলনের মূল কর্মসূচি কয়টি ছিল?

ক. দুইটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

১৩. স্বদেশি আন্দোলনকে জোরালো করতে কলকাতায় প্রতিষ্ঠিত সমিতিটির নাম কী ছিল?

ক. অনুশীলন খ. যুগান্তর

গ. ব্রতী ঘ. সাধনা

১৪. টাটা কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯০৮ সালে খ. ১৯১০ সালে

গ. ১৯১২ সালে ঘ. ১৯১৪ সালে

১৫. স্বদেশি আন্দোলনের অন্যতম গুরুত্ব হচ্ছে—

i. স্বাধীনতা আন্দোলনের সূচনা

ii. বিভিন্ন শিল্পকারখানা প্রতিষ্ঠা

iii. টাটা কোম্পানি প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?

ক. ব্রিটিশদের ভারত ত্যাগ

খ. স্বরাজ অর্জন

গ. তুরস্কের অখণ্ডতা রক্ষা

ঘ. ভোটাধিকার লাভ

১৭. খিলাফত ও অসহযোগ আন্দোলনের অন্যতম তাৎপর্য কোনটি ছিল?

ক. হিন্দু–মুসলিম দাঙ্গা

খ. হিন্দু–মুসলিম সম্প্রীতি

গ. ইংরেজি ভাষার প্রতি উদাসীনতা

ঘ. জমিদার শ্রেণির উচ্ছেদ

১৮. ১৯২০ সালে মহাত্মা গান্ধী কোন আন্দোলনের ডাক দেন?

ক. ভারত ছাড় খ. খিলাফত

গ. অসহযোগ ঘ. ব্রিটিশবিরোধী

১৯. ব্রিটিশ সরকার ‘রাওলাট আইন’ পাস করে কত সালে?

ক. ১৯১৯ সালে খ. ১৯২০ সালে

গ. ১৯২১ সালে ঘ. ১৯২২ সালে

২০. কোন হত্যাকাণ্ডকে ‘জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড’ নামে অভিহিত করা হয়?

ক. মিরাটের খ. জৌনপুরের

গ. অমৃতসরের ঘ. কাংড়ার

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.গ

আযীযুন নাহার, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা