Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ১ | ব্যবসায় উদ্যোগ - নবম শ্রেণি

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. ব্যবসায়ের উত্পত্তির মূল কারণ কোনটি?

ক. মুনাফা অর্জন খ. মানুষের অভাববোধ

গ. বাজার সৃষ্টি ঘ. শিল্পবিপ্লব

২. পণ্য উত্পাদনের সার্থকতা কিসের ওপর নির্ভর করে?

ক. বিক্রয় করে মুনাফা অর্জনের ওপর

খ. গুদামজাতকরণের ওপর

গ. ক্রয়-বিক্রয়ের ওপর

ঘ. মোড়কীকরণের ওপর

৩. কোন বন্দরকে ‘Porto Grando’ বলা হয়?

ক. চট্টগ্রাম খ. খুলনা

গ. কলকাতা ঘ. সপ্তগ্রাম

৪. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?

ক. প্রাচীন খ. মধ্য

গ. আধুনিক ঘ. মোগল

৫. কোন শতাব্দীতে পর্তুগিজরা এ দেশে বাণিজ্য শুরু করেন?

ক. দ্বাদশ শতাব্দীতে খ. পঞ্চদশ শতাব্দীতে

গ. ষোড়শ শতাব্দীতে ঘ. অষ্টাদশ শতাব্দীতে

Also Read: নবম শ্রেণি - জীববিজ্ঞান | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

৬. কোনটি আইনগত পরিবেশের উপাদান?

ক. জাতি খ. মূলধন

গ. প্রযুক্তি আমদানির ঘ. ভোক্তা আইন

৭. বাণিজ্যের ক্ষেত্রে বাধা কয়টি?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

৮. কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত নয়?

ক. আমদানি-রপ্তানি খ. ডাক্তারি

গ. প্রকৌশলী ফার্ম ঘ. অডিট ফার্ম

৯. খনি থেকে সম্পদ উত্তোলন কোন ধরনের শিল্পের অন্তর্গত?

ক. নির্মাণশিল্প খ. উত্পাদনশিল্প

গ. প্রজননশিল্প ঘ. নিষ্কাশনশিল্প

১০. কাগজি মুদ্রার প্রচলন ঘটে কোন যুগে?

ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে

গ. আধুনিক যুগে ঘ. প্রস্তর যুগে

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.ক ৩.ক ৪.খ ৫.গ ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: নবম শ্রেণি - জীববিজ্ঞান | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)