পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো স্মার্টফোন
পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো স্মার্টফোন

পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো স্মার্টফোনসহ স্মার্টঘড়ির ঘোষণা দিল গুগল

পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো স্মার্টফোনসহ নিজেদের তৈরি প্রথম স্মার্টঘড়ি আনার ঘোষণা দিয়েছে গুগল। গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পণ্য উন্মোচন অনুষ্ঠানে পিক্সেলের নতুন সিরিজের স্মার্টফোনসহ পিক্সেল স্মার্টঘড়ি দেখিয়েছে প্রতিষ্ঠানটি। ১৩ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু দেশে পাওয়া যাবে পণ্যগুলো।

পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো মডেল দুটি দেখতে আগের সংস্করণের মতো হলেও এতে হালনাগাদ সংস্করণের টেন্সর জি২ প্রসেসর ব্যবহারের পাশাপাশি ক্যামেরা, পর্দার উজ্জ্বলতা ও ব্যাটারির ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

পিক্সেল ৭

৬ দশমিক ৩ ইঞ্চি অ্যামোলেড পর্দার পিক্সেল ৭ মডেলের স্মার্টফোনে ৮ গিগাবাইট র‍্যামসহ সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। এলইডি ফ্ল্যাশ–সুবিধার স্মার্টফোনটির সামনে ১০ দশমিক ৮ এবং পেছনে ৫০ ও ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় ভালো মানের ছবি তোলা যায়। ৪ হাজার ৩৫৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার স্মার্টফোনটিতে ফাস্ট চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা সম্ভব। তিনটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। দাম ৫৯৯ ডলার।

পিক্সেল ৭ প্রো

৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার পিক্সেল ৭ প্রো মডেলের স্মার্টফোনে রয়েছে ১২ গিগাবাইট র‍্যামসহ ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। এলইডি ফ্ল্যাশ–সুবিধার স্মার্টফোনটির সামনে ১০ দশমিক ৮ এবং পেছনে ৫০, ৪৮ ও ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার স্মার্টফোনটির দাম ৮৯৯ ডলার।

পিক্সেল স্মার্টঘড়ি

গুগলের ওয়্যার ওএস ৩ অপারেটিং সিস্টেমে চলা পিক্সেল স্মার্টঘড়িতে রয়েছে অ্যামোলয়েড পর্দা। মাইক্রোফোন ও স্পিকারযুক্ত এ ঘড়িতে এনএফএস প্রযুক্তি থাকায় গুগল ওয়ালেটের মাধ্যমে অর্থও লেনদেন করা যাবে। ব্যবহারকারীর হৃৎস্পন্দনের তথ্যসহ স্বাস্থ্যগত বিভিন্ন তথ্যও জানাতে পারে ঘড়িটি। ২৯৪ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার ঘড়িটি এক চার্জে ২৪ ঘণ্টা ব্যবহার করা যায়। ওয়াইফাই ও সেলুলার সংস্করণের ঘড়িটির দাম ৩৪৯ এবং ৩৯৯ ডলার।
সূত্র: সিএনএন