Thank you for trying Sticky AMP!!

পাঠ্যবইয়ের ভুল ও অসংগতি নিয়ে দুই কমিটি হচ্ছে: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাবর্ষে বিনা মূল্যে বিতরণ করা পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি চিহ্নিত করা এবং পাঠ্যপুস্তক প্রণয়নে জড়িত ব্যক্তিদের কারও কোনো গাফিলতি আছে কি না, তা দেখার জন্য দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

Also Read: পাঠ্যবই নিয়ে অভিযোগ: দায় স্বীকার করলেন জাফর ইকবাল ও হাসিনা খান

শিক্ষামন্ত্রী বলেন, আগামী রোববারের মধ্যে এ কমিটির গঠনকাঠামো সবাইকে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, বইয়ের ভুলভ্রান্তি অবশ্যই সংশোধন করা হবে। ইতিমধ্যে যেসব ভুল চিহ্নিত হয়েছে, তা সংশোধন করা হয়েছে।

Also Read: সরকারকে সরাতে পাঠ্যপুস্তকের ওপরে ভর করার চেষ্টা: শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।