Thank you for trying Sticky AMP!!

আজ রোববার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এর আসর

অন্য রকম আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য প্রতিবারই অধীর আগ্রহে অপেক্ষা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা। কিন্তু এ বছর অন্য রকম আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে পুরস্কার প্রদানের অনুষ্ঠান। মহামারির কারণে সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান।
আজ রোববার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এর আসর। এবার ২৬টি শাখায় শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। যৌথভাবে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে অভিনয়শিল্পী সোহেল রানা ও সুচন্দাকে। গতকাল শনিবার সন্ধ্যায় সোহেল রানা জানান, কোভিড-১৯-এর এই সময়ে দুই দিন বাসা থেকে বের হয়েছেন তিনি। দুই দিনই গেছেন চিকিৎসকের কাছে। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি সম্মাননা গ্রহণ করতে চান। তিনি বলেন, ‘এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তাই মিস করতে চাই না। তবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারটা নিতে পারলে আরও বেশি ভালো লাগত।’

সাইফুল ইসলাম জানান, শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় মঞ্চে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান ও তথ্যসচিব খাজা মিয়া।

দুই ঘণ্টার এ আয়োজন উপস্থাপনা করবেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও অভিনেতা আনিসুর রহমান মিলন

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করতে পারছেন না বলে সোহেল রানার মতোই আফসোস করেছেন সুচন্দাও। তবে তিনি এ–ও মনে করেন, প্রধানমন্ত্রীর সুরক্ষা বেশি জরুরি। যদিও শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানস্থলে সশরীর উপস্থিত হতে পারছেন না অভিনেত্রী সুচন্দা। তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন সুচন্দার ছেলে আরাফাত রায়হান ও মেয়ে লিসা মালিক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এ যুগ্মভাবে আজীবন সম্মাননা দেওয়া হয় সুচন্দা ও সোহেল রানাকে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সাংস্কৃতিক আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ। পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয় করছেন মাহবুবা ফেরদৌস। সাংস্কৃতিক পর্বে কারা থাকছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘সাদিয়া ইসলাম মৌয়ের সাত মিনিটের একটি নৃত্যানুষ্ঠান দিয়ে অনুষ্ঠানের শুরু হবে, আর ওয়ার্দা রিহাবের পরিবেশনা দিয়ে শেষ হবে। এর মধ্যে চলচ্চিত্রের একাধিক গানের সঙ্গে নৃত্যে অংশ নেবেন ফেরদৌস, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, সাইমন ও নুসরাত ফারিয়া। গান গাইবেন অলোক সেন, অপু আমান, লিজা ও লুইপা। দুই ঘণ্টার এ আয়োজন উপস্থাপনা করবেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও অভিনেতা আনিসুর রহমান মিলন।’