এ সপ্তাহের ছবি

অল্প অল্প প্রেমের গল্প

অল্প অল্প প্রেমের গল্প
অল্প অল্প প্রেমের গল্প

সানিয়াত এস হোসেনের প্রথম ছবি অল্প অল্প প্রেমের গল্প। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও শখ। আরও আছেন মিশা সওদাগর, শম্পা রেজা, কাবিলা, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি, শামীম প্রমুখ। গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল ও শওকত আলী ইমন। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও বেলাল খান। রয়েছে কাজী নজরুল ইসলামের একটি গানও। শুগার প্রোডাকশনের ব্যানারে তৈরি ছবিটি কাল শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। সানিয়াত বলেন, ‘নতুন সময়ের প্রেমের গল্প বলতে চেয়েছি এই ছবিতে।’
শ. আ. মা.