আবার অভিনয়ে অমিতাভ রেজা

আবার অভিনয় করলেন নির্মাতা অমিতাভ রেজা। টিলো-এস-প্রেস নামের একটি ঈদের টেলিছবিতে অমিতাভ রেজাকে স্বরূপেই দেখা যাবে। কোরীয় পরিচালক কিম কি ডুকের একটি চলচ্চিত্র কাহিনির ছায়া অবলম্বনে টেলিছবিটি নির্মাণ করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। অমিতাভ রেজা বলেন, ‘আমি আসলে অভিনেতা নই। অনুরোধেই কাজটি করতে হয়েছে। আমি সাধারণত যে কাজটি করে থাকি এখানেও সেটি করতে হয়েছে। তাই মনেই হয়নি অভিনয় করছি।’প্রসঙ্গত, নির্মাতা অমিতাভ রেজা ২০০০ সালে ‘ফুলকুমার’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করেন । টিলো-এস-প্রেস টেলিছবির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন—জয়ন্ত চট্টোপাধ্যায়, বন্যা মির্জা, তানিয়া হোসাইন, নাজিয়া হক প্রমুখ।