আগেরবার দায়িত্বটা ছিল অভিনেতা উইল স্মিথের কাঁধে। এবার ১৭তম নোবেল শান্তি পুরস্কার সংগীত আসরের উপস্থাপনায় থাকছেন আরেক কৃষ্ণাঙ্গ অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। নরওয়ের অসলোতে অনুষ্ঠেয় এই কনসার্টের আয়োজন হবে এবারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ব্যক্তিত্বের সম্মানে।অনুষ্ঠানে আরও থাকবেন জ্যাজ পিয়ানিস্ট হারবি হ্যানকুক এবং মার্কিন গায়ক কলবি কাইলাটের পরিবেশনা। ৮ অক্টোবর ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। ২০০৯ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে আয়োজন করা হয়েছিল গেলবারের কনসার্ট। ওয়েবসাইট।